ডুয়ার্স মানে এক অন্যরকম অনুভূতি। যারা পাহাড়ে ঘোরার ঝুঁকি পছন্দ করেন না, কিন্তু সবুজের মাঝে নির্জনে কয়েকটা দিন কাটাতে চান তারা ডুয়ার্সে ঘুরে আসতে পারেন। গরুমারা, জলদাপাড়ার বাইরেও রয়েছে সুন্দরী ডুয়ার্সের নানা দিক। তারই মধ্যে একটি হল রকি আইল্যান্ড। রকি আইল্যান্ড ডুয়ার্সের একটি নতুন পর্যটন গন্তব্য। এটি সামসিং থেকে মাত্র ২ কিমি দূরে মূর্তি নদীর তীরে অবস্থিত একটি জনপ্রিয় ক্যাম্পিং সাইট। বেশিরভাগ ক্ষেত্রে সামসিং ঘুরে ফেরার পথে অনেকেই এক রাত কাটিয়ে যান রকি আইল্যান্ডে। একপাশে জঙ্গল, আর পাথরে ধাক্কা খেয়ে বয়ে চলেছে নদীর জল। বলতে পারেন, একটি মন ভালো করা ডেস্টিনেশন হল রকি আইল্যান্ড।
শিলিগুড়ি থেকে রকি আইল্যান্ড যাওয়ার পথে দু’পাশে দেখতে পাবেন অপূর্ব প্রাকৃতিক দৃশ্য। ঘন জঙ্গল আর সবুজে সবুজ। দিগন্ত জুড়ে চা বাগান। বলতে পারেন, হিমালয়ের পাদদেশে অবস্থিত একটি বিউটি স্পট এটি। এই আইল্যান্ড থেকে পাহাড়ি পথে হাঁটতে হাঁটতে যেতে পারেন নাগ ভ্যালি। এখান থেকে আরও ২ কিলোমিটার হাঁটলে পৌঁছে যেতে পারেন ভাট্টিটারে। এখানে আপনারা দেখতে পাবেন বিভিন্ন হিমালয়ান পাখি। এছাড়াও এখান থেকে আপনারা ঘুরে আসতে পারেন নেওড়া নদীর ধারে অবস্থিত মৌচুকি গ্রামে। এক পাশে পাহাড় আর এক পাশে ডুয়ার্সের সবুজে সবুজ প্রান্তর। এই দুইয়ের মিলনস্থলে এই গ্রাম।
গ্রামটি তার মনোরম প্রাকৃতিক সৌন্দর্য্যের জন্য পরিচিত৷ নদী, ঘন জঙ্গল এবং পাহাড়ের চমৎকার দৃশ্যও রয়েছে এখানে৷ রকি দ্বীপের রাস্তাটি পাথরে পূর্ণ। মূর্তি নদীটি এখানে বেশ সংকীর্ণ এবং পাথরের মধ্যে দিয়ে এঁকেবেঁকে প্রবাহিত হয়। এই নদীর ঠান্ডা জলে পা ডুবিয়ে কিছুক্ষণ সময় কাটাতে পারে আপনারা। মূর্তি নদীর ধারে দিনভর বসে থেকেই কাটিয়ে দেওয়া যায়। এখানে আপনি ট্রেকিং, ক্যাম্পিং এবং রিভার র্যাফ্টিং সহ বিভিন্ন ক্রিয়াকলাপ উপভোগ করতে পারেন৷ এছাড়া নদীর তীরে বসে মাছ ধরে, বারবিকিউ তৈরি করে কিছুটা সময়ও কাটাতে পারেন।
রকি আইল্যান্ড পিকনিকের জন্য আদর্শ জায়গা। এখানে বেড়াতে যাওয়ার সবচেয়ে ভালো সময় হল অক্টোবর থেকে মার্চ৷ কারণ, এই সময় ঠাণ্ডার মধ্যে ট্রেকিং রুটগুলোতে যেতে খুব ভালো লাগবে। এখানে বেশ কয়েকটি হোমস্টে এবং রিসোর্ট রয়েছে যেখানে পর্যটকরা থাকতে পারেন৷ কলকাতা থেকে এই আইল্যান্ডে যাওয়ার সবচেয়ে ভালো উপায় হল গাড়ি বা ট্রেন৷ এখানে যাওয়ার জন্য শিয়ালদহ থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে নামতে হবে মালবাজার। এরপর মালবাজার স্টেশন থেকে গাড়ি করে দেড় ঘন্টার মধ্যেই আপনি পৌঁছে যেতে পারেন রকি আইল্যান্ড।
চিত্র ঋণ – দেবারতি ঘোষ
Discussion about this post