বিনোদন জগৎ ফের হারাল তার আরেক স্রষ্টাকে। আমাদের ছোটবেলার নস্টালজিয়া ‘ফাইন্ডিং নেমো’ এবং ‘টয় স্টোরির’ জনক চলে গেলেন। ‘ফাইন্ডিং নেমো’র নাম শুনলেই যেন চোখের সামনে জীবন্ত ভেসে ওঠে মার্লিং, নেমো, ডরির মতো রূপকথার চরিত্ররা। রব গিবস ছিলেন হলিউডে দাপটের সঙ্গে কাজ করে যাওয়া এক অসামান্য ব্যাক্তিত্ব। নিজেকে ধীরে ধীরে তৈরী করেছিলেন তিনি। যে কোনও বিষয় নিজের মতো করে ভেঙে তারপর গড়তে পছন্দ করতেন সাবলীলভাবে। তার মৃত্যুতে শোকে বিহ্বল সারা বিশ্বের সিনেমা-প্রেমীরা।
ডিজনি এবং পিক্সারের এই অ্যানিমেশন পরিচালকের আরও অন্যতম একটি কাজ ছিল ‘মনস্টার’স ইঙ্ক’। অসম্ভব পরিশ্রমী এই ব্যক্তিত্ব প্রচণ্ড যত্ন করে স্টোরি বোর্ড বানাতেন, যা তার কাজকে সার্থক চেহারা দিত। ‘ইনসাইড আউট’, ‘আপ’ কিংবা ‘অনওয়ার্ড’-এর মতো মাইলস্টোন ছবি ভুলে যাওয়াটাই চ্যালেঞ্জের বিষয়। যতদিন এই বসুন্ধরা থাকবে, অ্যানিমেশন এবং সিনেমাপ্রেমীরা থাকবেন, ঠিক ততদিনই আসলে রব গিবস বেঁচে থাকবেন। বেঁচে থাকবেন শেষ বিকেলের আলতো রোদ্দুর হয়ে।
Discussion about this post