আর জি কর হাসপাতালে তরুণী ডাক্তার ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। শুধু রাজ্যই নয়, সারা দেশেও এই ঘটনা নিয়ে বিতর্ক চরমে। রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ সঞ্চার হয়েছে সাধারণ মানুষের মনে। তার মধ্যেই এবার তিলোত্তমার ন্যায়বিচারের দাবিতে সোদপুরের বুকে শুরু হলো এক অভূতপূর্ব আন্দোলন। আর জি কর মেডিকেল কলেজের তরুণী চিকিৎসক, যিনি স্থানীয়দের কাছে পরিচিত ছিলেন ‘ডাক্তার দিদি’ নামে, তাঁর নির্মম হত্যাকাণ্ড ও নির্যাতনের ঘটনায় আজ সমগ্র কলকাতা এবং আশেপাশের জেলা একত্রিত হয়েছে। ন্যায়বিচারের জন্য এই আন্দোলন শুধুমাত্র প্রতিবাদ নয়, এটি হয়ে উঠেছে এক সামাজিক বিপ্লবের প্রতীক।
কলকাতা শহরতলীর অন্যতম ব্যস্ত স্থান, সোদপুর ট্রাফিক মোড়, এবারে নতুন পরিচয় পেতে চলেছে। প্রতিবাদকারীদের দাবিতে এই মোড়ের নাম বদলে ‘তিলোত্তমা মোড়’ করার প্রস্তাব উঠেছে। প্রশাসনের তরফে এখনো কোনো সিদ্ধান্ত না নেওয়া হলেও, সাধারণ মানুষ এই অঞ্চলের নাম তিলোত্তমা মোড় করার প্রস্তাব রেখেছেন। তরুণীর ছোট থেকে বেড়ে ওঠা এই সোদপুর এলাকাতেই। আজ তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মানুষ একত্রিত। মিছিল, মানববন্ধন, এবং মেয়েদের রাতের অধিকার পুনঃপ্রতিষ্ঠার দাবি— সবই মিলে গড়ে উঠেছে এক জোরালো প্রতিরোধ।
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আন্দোলনকারীরা জনগণকে আহ্বান জানিয়েছেন, যারা ডানলপ বা ব্যারাকপুর থেকে সোদপুরে আসবেন, তাঁরা যেন বাস বা অটোতে ‘তিলোত্তমা মোড়’ বলে নামেন। গুগল ম্যাপেও ইতিমধ্যেই এই মোড়কে ‘তিলোত্তমা মোড়’ নামে চিহ্নিত করার কাজ চলছে। সেই রাস্তা থেকে সামান্য দূরেই রয়েছে তিলোত্তমার বাড়ি, যে বাড়ি আজ শোকাহত। তিলোত্তমা, এখন কেবলমাত্র একটি নাম নয়, বরং নারীর অধিকার, মর্যাদা, এবং ন্যায়বিচারের লড়াইয়ের এক অনন্য প্রতীক। এই আন্দোলন প্রমাণ করে দিয়েছে যে, সমাজের প্রতিটি স্তরের মানুষ যখন একত্রিত হয়, তখন শাসক বা অপরাধী যে-ই হোক না কেন, তাঁদের কাছে সত্য এবং ন্যায়ের জয় অনিবার্য।
Discussion about this post