“তিলোত্তমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই” স্লোগানে আজ সেপ্টেম্বরের প্রথমদিন ফের উত্তাল হলো মহানগরী। আর জি কর ধর্ষণ ও হত্যা কান্ডের ২৩দিন পরে আজ শহরবাসী পথে নেমেছিল ‘আমরা তিলোত্তমা’র ডাকে। কলেজ স্কোয়ারে দুপুর ৩টে থেকে মিছিলের ডাক দিয়েছিলেন উদ্যোক্তারা। গন্তব্য ছিল ধর্মতলা।
আর জি কর কান্ডের পর কেটে গিয়েছে ২৩ দিন। তদন্তের সঠিক দিশা এখনো দেখা যাচ্ছে না। আদৌ তদন্ত সঠিক গন্তব্যে পৌঁছবে কিনা তা নিয়ে সন্দিহান সাধারণ মানুষ। প্রকৃত দোষীদের অবিলম্বে চিহ্নিত করে গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবীতে অনড় আপামর জনতা। ক্ষোভ রয়েছে প্রমাণ লোপাট ও ভিক্টিম ব্লেমিংয়ের অভিযোগেও। কর্মক্ষেত্রে নারী সুরক্ষা ও আন্দোলনরত চিকিৎসকদের দাবী নিঃশর্তভাবে মেনে নেওয়া সহ আরো বেশ কয়েক দফা দাবী প্রশাসনের উদ্দেশ্যে নিয়ে মিছিলের ডাক দেন উদ্যোক্তরা। নিমেষে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায় এই ডাক। সময় যত গড়িয়েছে, তত লোক বেড়েছে মিছিলে। মিছিলে যোগদানকারী চেতলা থেকে আসা এক পড়ুয়ার বক্তব্য, “অভয়ার বিচার তো দিতেই হবে। সেই সঙ্গে প্রশাসনকে সরকারী ও বেসরকারী – সবরকম কর্মস্হলে এবং রাস্তায় নারী ও অন্য যৌনতার মানুষের সুরক্ষা সুনিশ্চিত করতে হবে।”
ধর্মতলা পৌঁছতেই আরো একবার স্লোগানে স্লোগানে কেঁপে উঠতে থাকে রাজপথ। “হাথরাসেও একই স্বর,জাস্টিস ফর আর জি কর” স্লোগানে প্রবল জোরে গলা মেলালেন অশীতিপর বৃদ্ধাও। মিছিল শেষে সভা থেকে অনির্দিষ্টকালীন অবস্হান শুরু করেছেন উদ্যোক্তারা দাবী পূরণের লক্ষ্যে।
Discussion about this post