অতিমারী পর্বের সঙ্গের যুদ্ধ করার মাঝেই চলে গিয়েছে দুটি দোল উৎসব। ২০২২ এ দাঁড়িয়ে খানিকটা স্বস্তির নিঃশ্বাস। যদিও পরবর্তী ঢেউইয়ের ভ্রূকুটি রয়েছে জোরালোভাবেই। কিন্তু সেসবের তোয়াক্কা না করে বাঙালি বসন্তকে বরণ করে নিল আবিরের ছোঁয়ায়। খুব স্বাভাবিকভাবেই ব্যতিক্রম ছিল না শ্রীরামপুরের পড়ুয়ারাও।
শ্রীরামপুরের কিছু সাধারণ ছাত্রছাত্রী পরপর দু’বছর উদযাপন করলেন বসন্ত উৎসব। পড়ুয়াদের উদ্যোগে এদিন বেরোয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা। তবে তাতে হাজির ছিলেন আট থেকে আশি সকলেই। বসন্তে নিজেদের রঙিন করতে আয়োজন ছিল আবির খেলারও। নাচ সহ ছিল বেশ কিছু আকর্ষণ। সকলেই মেতে ওঠেন আবির খেলায়। অতিমারি শেষে সবার বেরঙিন জীবনকে ফের রাঙিয়ে তোলার এই উদ্যোগ ইতিমধ্যেই প্রশংসার দাবী রাখে। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই সাফল্যের মুখ দেখল ছাত্রছাত্রীদের উদ্যোগে পরিচালিত এই প্রভাত ফেরী।
Discussion about this post