‘প্রেগন্যান্সি টেস্ট’ অর্থাৎ গর্ভধারণ নির্ণায়ক পরীক্ষার ফল ‘নেগেটিভ’। অথচ ঠিক কিছু মাস পরই জন্ম হল এক সুস্থ, সবল শিশু সন্তানের। এমনই এক অত্যাশ্চর্য ঘটনার সাক্ষী হয়ে রইল ইংল্যান্ডের চেস্টার চিড়িয়াখানা। আর ঘটনার নায়িকা এক পূর্ণ-বয়স্কা বোর্নিয়ান ওরাংওটাং, লিয়া!
গত ১৮ জুন চেস্টার চিড়িয়াখানাতেই সন্তান প্রসব করে লিয়া। তবে জন্মের পর সন্তানটিকে একবারও কাছ ছাড়া করেনি সে। বরং কিছুটা লুকিয়েই রাখে তাকে। ফলে রক্ষণাবেক্ষণকারীদের পক্ষে তার লিঙ্গ নির্ধারণ করা সম্ভব হয়নি এখনও। তবে জন্মের পর বাচ্চাটি বেশ সুস্থ এবং স্বাভাবিকই রয়েছে। যদিও এটি লিয়ার দ্বিতীয় সন্তান, তবুও সন্তানের প্রতি এক অমোঘ মমতায় তাকে জড়িয়ে রেখেছে সে। ঠিক এমন কথাই জানিয়েছেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
সম্প্রতি প্রকৃতি সংরক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা(ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ নেচার)-এর মতে, বোর্নিয়ান ওরাংওটাংয়ের এই প্রজাতিটি বর্তমানে বেশ বিপন্ন। ফলে এদের সংরক্ষণের জন্য বিশেষ ব্যবস্থাও নেওয়া উচিৎ। ঘটনা প্রসঙ্গে চেস্টার চিড়িয়াখানার প্রধান রক্ষণাবেক্ষণকারী ক্রিস ইয়ারউড জানান, সন্তান জন্মের কিছু মাস আগেই লিয়ার গর্ভাবস্থা পরীক্ষা করানো হলেও, নেতিবাচক ফলাফল পান তাঁরা। তারপরও লিয়ার সন্তান জন্মের ঘটনাটি বেশ আশ্চর্যজনকই বটে! এ ধরনের উপহার পেয়ে তাঁরা বেশ আনন্দিতও। কারণ ঠিক এই ধরনের ঘটনাই প্রমাণ করে, সমস্ত অনিশ্চয়তা থাকা সত্ত্বেও ওরাংওটাংদের জীবনযাত্রা বেশ স্বাভাবিকভাবেই চলছে। জারি রয়েছে তাদের বংশ বিস্তারও। তা নিয়েই এখন বেশ উচ্ছ্বসিত চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
Discussion about this post