চোখের জল মুছতে মুছতে প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ের শ্যালক বাংলাদেশের নড়াইলের ভদ্রবিলা গ্রামের বাসিন্দা কানাইলাল ঘোষ বলছিলেন, ২০১৩ সালের মার্চে জামাই বাবু শুভ্রাদিকে নিয়ে বেড়াতে এসেছিলেন। সেদিন জামাইবাবু প্রণব মুখোপাধ্যায় এবং দিদি শুভ্রা মুখোপাধ্যায়কে খই ছিটিয়ে ধান, দূর্বা ঘাস, মঙ্গলপ্রদীপ, শঙ্খ এবং উলুধ্বনি দিয়ে বরণ করে নেই। দিদির প্রিয় নড়াইলের বিখ্যাত ক্ষিরের সন্দেশ, নারকেলের নাড়ু, ডাব, দেশি বরই ও কলা দিয়ে আপ্যায়নের সূচনা করি। জামাই বাবু আমাদের বাড়ির মন্দিরে পূজা-অর্চনা করলেন। আজ সেসব শুধুই স্মৃতি। দিদি এবং জামাইবাবু মামাবাড়ির সবাইকে সেদিন নিমন্ত্রণ করেছিলেন। জামাই বাবুর গল্প আড্ডায় ভদ্রবিলার ঘোষ বাড়িটি সেদিন এমন প্রাণবন্ত হয়েছিল যে মনেই হচ্ছিলো না তিনি ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।
বাংলাদেশের নড়াইল শহর থেকে ৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভদ্রবিলা গ্রাম। এ গ্রামেই ১৯৪৩ সালের ১৭ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্ত্রী সাবেক ফার্স্ট লেডি শুভ্রা মুখোপাধ্যায়। শুভ্রার বাবার নাম অমরেন্দ্র ঘোষ ও মা মীরা রাণী ঘোষ। জন্মের পরে তার নাম রাখা হয় গীতা ঘোষ। গীতার শৈশব ও কৈশোর কেটেছে নড়াইলের ভদ্রবিলা এবং মামাবাড়ি তুলারামপুর গ্রামে। নড়াইলের এই দুটি গ্রামে (ভদ্রবিলা ও তুলারামপুর) তার অনেক স্মৃতি জড়িয়ে আছে। এ দুটি গ্রামে রয়েছেন তার অনেক আত্মীয়-স্বজনও। প্রণব মুখার্জীর সঙ্গে বিয়ের পর নড়াইলের মেয়ে গীতা ঘোষ পরিচিতি পান শুভ্রা মুখোপাধ্যায় হিসেবে।
Discussion about this post