এ ঠিক যেন সিনেমা! জনপ্রিয় একটি মিউজিক ব্যান্ড। কেরিয়ার যখন মধ্যগগনে, ঠিক তখনই আলাদা পথে হাঁটার সিদ্ধান্ত নিলেন ব্যান্ডের প্রধান দুই মুখ। অনেক বছর পর ফের পাশাপাশি এলেন দুই বন্ধু। কাঁধে কাঁধ মিলিয়ে বাঁধলেন নতুন গান। কিন্তু সিনেমা নয়, আসলে ঘোর বাস্তব! ব্যান্ডের নাম ‘ক্যাকটাস’ – দুই বন্ধু সিধু ও পটা! বাংলার এই প্রথম পেশাদার রক ব্যান্ডের আজ আবার জন্মদিন! বাংলার সঙ্গীতপ্রেমীদের কাছে এ কী কম কথা!
‘ডিপ পার্পল’, ‘পিঙ্ক ফ্লয়েড’, ‘আয়রন মেইডেন’ ইত্যাদি যুগান্তকারী ব্যান্ডের দ্বারা অনুপ্রাণিত হয়ে ১৯৯২ সালে পথ চলা শুরু করে ‘ক্যাকটাস’। ব্লুজ, সাইকেডেলিক রক থেকে ক্লাসিক রক, ফোক রক – সর্বত্রই ছিল তাদের অবাধ বিচরণ। একে একে তারা দর্শকদের উপহার দিয়েছে ‘মন’, ‘হলুদ পাখি’, ‘বুদ্ধ হেসেছে’, ‘শুধু তুমি এলে না’-র মত কালজয়ী গান। এক সাথে চারটি স্টুডিও অ্যালবামের পর ২০১৭ সালে ঘটে ছন্দপতন। বিচ্ছেদের পরে সিধু-পটা ফের একসাথে প্রথম কাজ করেন ২০১৮ সালে সৃজিত মুখার্জীর ‘উমা’ সিনেমায়। তখন থেকেই শুরু জল্পনা, তবে কি আশা আছে? অবশেষে ২০২১ সালের জানুয়ারি মাসে সব জল্পনার অবসান ঘটিয়ে নতুন লাইন-আপে ফিরে আসে ‘ক্যাকটাস’। ২৪ আগস্ট জন্মদিন উপলক্ষ্যে এই শনিবারই তাঁরা পাড়ি দিয়েছিলেন শঙ্করপুরে। সেখানে লাইভ শো-এর মাধ্যমে পুনর্জন্মের উদযাপনের পাশাপাশি নতুন একটি গানও তাঁরা উপহার দিয়েছেন দর্শকদের। গানের নাম ‘ছিঃ ছিঃ ছিঃ’।
দেশ তথা বিশ্বের টালমাটাল রাজনৈতিক পরিস্থিতিকেই কটাক্ষ করা হয়েছে এই গানে। সিদ্ধার্থ রায় ওরফে ‘সিধু’র কথায়, গানে ‘গণতন্ত্র’ সবটিকে ভাঙা হয়েছে দুই ভাগে। ‘গণ’ হলেন সাধারণ জনগণ, অন্যদিকে ‘তন্ত্র’-এর দখল পুরোপুরি রাজনৈতিক নেতাদের হাতে। রাজনৈতিক নেতারা নিজের সুবিধামত সিদ্ধান্ত চাপিয়ে দেন, আর ফল ভোগ করে জনগণ। সাথে রয়েছে মিথ্যা প্রতিশ্রুতি, মগজধোলাই, মানুষে-মানুষে বিভাজনের চেষ্টা। সব মিলিয়েই ক্ষোভ জমে সাধারণ মানুষের মনে। কিন্তু নানা কারণে সেই ক্ষোভ প্রকাশ করতে পারেন না তাঁরা। কিন্তু শিল্প মানে না কোনো বাধা। তাই এই গান সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ।
গানটি মুক্তি পেয়েছে ‘সিধু বাংলা রক’ ইউটিউব চ্যানেলে। লিড ভোকালে সিধু-পটা ছাড়াও নতুন লাইন-আপে গিটারে রয়েছেন বৈদুর্য চৌধুরী ও সম্রাট চ্যাটার্জী, কীবোর্ডে সায়ন্তন চ্যাটার্জী, বেস গীটারে প্রশান্ত মাহাতো এবং ড্রামস্-এ অর্ণব দাশগুপ্ত। পছন্দের দুই শিল্পীকে এতদিন পর একসঙ্গে পারফর্ম করতে দেখে স্বাভাবিকভাবেই খুশি দর্শক। গানটি ইতিমধ্যেই যথেষ্ট সাড়া ফেলেছে। কাজেই আর দেরি নয়, আপনিও শুনে নিন গানটি এবং জানান আপনার মতামত!
Discussion about this post