কলকাতার শিয়ালদহ স্টেশনের বাইরে এক ঢাকি শিল্পী বসে আছেন, হাতে তাঁর ঢাক। দুর্গাপুজোর সময় সমস্ত বড়ো পুজো কমিটির বুকিং ইতিমধ্যেই সম্পূর্ণ হয়ে গিয়েছে, ফলে এই মানুষটির জন্য আর কোনো কাজ নেই। অথচ বছরের এই সময়টিই তাঁর মতো শিল্পীদের রোজগারের প্রধান ভরসা।
জানা যায়, ওই ঢাকির কোনো মোবাইল নম্বর বা যোগাযোগের মাধ্যম নেই। তাই তাঁকে সরাসরি বুক করার উপায়ও কঠিন। তবে তিনি এখনও শিয়ালদহ স্টেশনের বাইরে বসে রয়েছেন, আশায় যে হয়তো কেউ তাঁকে কাজের সুযোগ দেবেন।
সোশ্যাল মিডিয়ায় শুধুমাত্র লাইক-কমেন্ট না করে যদি কেউ সত্যিই সহানুভূতিশীল হন বা ঢাকির প্রয়োজনীয়তা অনুভব করেন তবে সরাসরি শিয়ালদহে গিয়ে ওই মানুষটিকে বুক করতে পারেন। কারণ লাইক-কমেন্টে পেট ভরবে না, কাজের সুযোগই একমাত্র ভরসা।
চিত্রঋণ: নীল কুমার সাহা
Discussion about this post