‘আমি রূপে তোমায় ভোলাবো না…’ এ গান যতোই থাকুক, সবার আগে চোখ কাড়ে রূপই। তাই নিজেকে সুন্দর করে রাখতে কে না চায়! গল্পের যতো নায়ক, নায়িকা সবাই যে ‘সুন্দর’ হয়। রঙে কৃষ্ণকলি হলেও তারও আলাদা সৌন্দর্য্য আছে বৈকি। আর ‘গুঁড়ো গুঁড়ো নীল রং-পেনসিলে জোছনার রঙ’ দিয়ে মানুষকে আরও সুন্দর করে তোলেন মেকআপ আর্টিস্টরা।
তবে ‘দেখলে হবে? খরচা আছে।’ হ্যাঁ, একজন মেকআপ আর্টিস্টদের কাছে সাজা বেশ খরচসাপেক্ষ। তার কারণ অবশ্য লেপা থাকে প্রোডাক্টের গায়ে। প্রোডাক্ট ভালো পেতে চাইলে দাম তো দিতেই হবে। সাথে সময়, পরিশ্রম আর ধৈর্য্য। যার দাম টাকার অঙ্কে ধার্য করা যায় না। তবে দামের তোয়াক্কা না করে মানুষের ইচ্ছের কথা ভাবছেন, চাকদহের শম্পা বিশ্বাস। বিয়ে সহ নানান অনুষ্ঠানে অনেক মেয়েই চায় নিজেকে সুন্দর করে সাজিয়ে নিতে। তবে অর্থাভাবে সে ইচ্ছে অপূর্ণই থেকে যায় অনেকের। এ কথা মাথায় রেখেই আর্থিকভাবে দুর্বল কোনো মেয়েকে বিনামূল্যে অনুষ্ঠানের দিন সাজিয়ে দিতে চান বলে জানান, শম্পা বিশ্বাস।
গত তিন বছর ধরে কাজ করছেন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট শম্পা বিশ্বাস। ছোটো থেকেই ছিল আল্পনা আঁকার ঝোঁক। ডিজাইনের প্রতি ভালোবাসা। মেকআপ শেখার আগে থেকেই তিনি সাজাতে ভালোবাসতেন। সাজসজ্জার প্রতি তার আগ্রহ দেখে শুভাকাঙ্খীরাই মেকআপ শেখার কথা বলেন তাকে। যেমনি ভাবা তেমনি কাজ। এর পরই শুরু হয় তার অনুশীলন। তবে শেখার কোনো শেষ নেই। প্রাতিষ্ঠানিক কোর্স শেষ হলেও তিনি চালিয়ে যান নিজের চর্চা। কাজের প্রতি ভালোবাসা দৃঢ়। গৃহবধূ শম্পা বর্তমানে এই অভিনব উদ্যোগের মাধ্যমে মেলে ধরেছেন তার উদারতা। অর্থাভাবে সাজতে পারছেন না আপনি বা আপনার পরিচিত কেউ? তাহলে আপনাদের জন্যই এ সুযোগ। 8967603407 এই নম্বরেই যোগাযোগ করতে পারেন মেকআপ আর্টিস্ট শম্পার সঙ্গে।
Discussion about this post