প্রকৃতি যেখানে অকৃপণভাবে উদার হয় সেখানে তার অনেক অদ্ভুত সৃষ্টিকেই দেখার সৌভাগ্য হয় আমাদের। এমনই নজর কাড়া এক দৃশ্য সম্প্রতি সামনে এসেছে ইংল্যান্ডের সাউথ ইয়র্কশিয়ারে। চোখে পড়েছে বিস্তৃত তৃণভূমিকে চাদরের মতো ঢেকে রেখেছে মথের দলে।
প্রকৃতি মা’য়ের সৃষ্টি যা কিছু তা থেকেই আমরা নিজেদের মতো করে বেঁচে থাকার রসদ খুঁজে নিয়েছি। আর বেঁচে থাকার জন্য প্রয়োজন হলো খাদ্য। তৈরি হয়েছে খাদ্য ও খাদকের সম্পর্ক। এই বিশ্ব সংসারে যে বেশি শক্তিশালী বেঁচে থাকার লড়াইতে সেই জিতবে। বিজ্ঞানের ভাষায় বলতে গেলে যা বোঝায় “সারভাইবাল অফ দ্য ফিটেস্ট”। কিন্তু সৃষ্টিকর্মে ত্রুটি রাখে নি প্রকৃতি। প্রত্যেকটা জীবকে লড়াই করার ক্ষমতা দিয়েছে। তেমনই সাউথ ইয়র্কশিয়ারের মথেরা নিজেদের শিকারী জীবদের থেকে বাঁচাতে বেঁধেছে দীর্ঘ প্রসারিত একটি জাল। এই জালটি প্রায় ৩০ মিটার লম্বা। প্রকৃতিতে নিজেদের বাঁচাতে গেলে লড়তে হবে। খাদ্য খাদকের এই লড়াইতে টিকে থাকতে আরমাইন মথেরা নিজেদের ঢেকে রেখেছে এই অভিনব জাল দিয়ে।
সাদা জালের চাদরে ঢাকা তৃণভূমির ছবিগুলি ক্যামেরাবন্দী করেছেন মিক হিকম্যান নামে এক ফটোগ্রাফার সেই অঞ্চল দিয়ে যাওয়ার সময়। তিনি নিজেও বিস্মিত হয়ে যান প্রকৃতির এমন ধারা সৃষ্টি দেখে। ব্যাস! ক্যামেরাবন্দী করে নেন সেই দৃশ্য। সম্প্রতি যা নেটিজেনদের নজর কাড়ছে। আসলে বেঁচে থাকাটা যুদ্ধেরই মতো। তাই জিততে হলে নিজের মধ্যে থাকা সব ক্ষমতা প্রয়োগ করতে হবে। এই ক্ষুদ্র প্রাণীগুলি সেই ভাবনাটাই সকলের সামনে এনে দিয়েছে!
Discussion about this post