পেশায় নাকি তিনি গবেষক। অন্ততঃ ফেসবুক প্রোফাইলের নিজের সম্পর্কে বিবরণীতে তাই লেখা। কিন্তু একটি ফেসবুক পোস্টে চরম নারী-বিদ্বেষী কমেন্ট করে চরম ফাঁপরে পড়লেন রাজর্ষি বর্ধন নামের ওই গবেষক। এই মুহূর্তে কার্যতঃ গোটা সোশ্যাল মিডিয়া তাঁর এই পোস্টের নিন্দায় মুখর।
অভিষেক বিশ্বাস নামের এক ব্যক্তি তাঁর ফেসবুক ওয়ালে পাঠ্য বইয়ের পিতৃতান্ত্রিক বিষয় নিয়ে একটি পোস্ট করেছিলেন। বইটিতে লেখা ছিল পরিবারে মায়ের কাজ রান্না করা, সবার সেবা যত্ন করা এবং ঘর পরিষ্কার রাখা। এই বিষয়টি নিয়েই সরব হন অভিষেক বাবু। সেখানেই কমেন্ট করে বসেন রাজর্ষি বর্ধন। “যে মহিলারা বাইরে কাজ করতে যান তাঁরা বেশ্যারও অধম”, বলেই তিনি থেমে থাকেন নি। উপরন্তু বলেন, মেয়েদের বুদ্ধি পুরুষের থেকে কম তা নাকি বিজ্ঞানের প্রমাণিত। এখনও পর্যন্ত মন্তব্যকারী ব্যক্তির কোনও প্রতিক্রিয়া পাওয়া যায় নি।
Discussion about this post