“অক্সিজেন চাই? কোভিড বেড লাগলে যোগাযোগ করুন এই নম্বরে”- গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে আজ এই ধরনের পোস্ট ঘুরছে। একাধিক তরুণ তুর্কি নিজেদের জীবন বিপন্ন করেই নেমে পড়েছে মানুষকে বাঁচিয়ে তোলার নেশায়। এরকমই এক যুবক শাহবাজ। অক্সিজেন বা বেডের অসুবিধায় নিঃস্বার্থে সকলকে সাহায্য করে চলেছে সে। প্রাণপাত পরিশ্রম করে খুঁজে দিচ্ছে রোগীর প্রয়োজনীয় জিনিস। তাঁর সোশ্যাল মিডিয়াতে রাত তিনটের সময় একটি মেসেজ আসে অক্সিজেন এবং পাটনার যে কোনো জায়গায় কোভিড বেডের দরকারে সাহায্য চেয়ে।
তাতে আরও বলা হয় সকালের মধ্যে কোন একটা জায়গায় যদি ভর্তি না করা হয় তবে খুব বিপদ হবে। রোগীর অবস্থা খুব খারাপ। পাঁচ মিনিটও দেরী না করে তাঁকে অক্সিজেনের একটি নম্বর দেন শাহবাজ। এছাড়াও তিনি কিছু হসপিটালের সন্ধানও তিনি দেন যেখানে খালি রয়েছে বেড। উল্টো দিক থেকে ধন্যবাদ জানানোর পর প্রশ্ন আসে, নাম কী। শাহবাজ উত্তরে নিজের নাম জানান। সঙ্গে সঙ্গে জানতে চাওয়া হয় তিনি মুসলিম কিনা! শাহবাজ জানতে চান তাতে কী? উত্তর আসে, এটা সত্যিই একটা সমস্যা রোগীর পরিবারের কাছে। অন্য কোথাও থেকে তারা সাহায্য জোগাড় করে নেবে। আগের কনভারসেশনের সব মেসেজ যেন শাহওয়াজ ডিলিট করে দেন।
অদ্ভূত এই দেশ! যেখানে একটু অক্সিজেনের জন্য মানুষ লাখ লাখ মানুষ মারা যাচ্ছে, সেখানে একটা ধর্মের মতো একটি বিষয়কে প্রাধান্য দেওয়া হচ্ছে। যেখানে একটা বেডের জন্য বিনা চিকিৎসায় মানুষ জীবন হারাচ্ছে, সেখানে নিজের পরিবারের সদস্যের জীবন বিপন্ন করে দিচ্ছে কেউ ধর্মের দোহাই দিয়ে। আশ্চর্যই বটে, মানুষ নিঃশ্বাসেও ধর্ম খুঁজছে।
Discussion about this post