রোজই খবরের কাগজে চোখ রাখলেই উঠে আসে নারী নির্যাতনের খবর। এবার এর উল্টো চিত্র দেখা গেল আহমেদাবাদের মনিনগরের খোকরা এলাকায়। এবার পুরুষ নির্যাতনের শিকার হলেন এক স্বামী। তার অভিযোগ, প্রায়শই মদ খেয়ে প্রবল মানসিক এবং শারীরিক অত্যাচার করে তার স্ত্রী। বহু অনুরোধ সত্ত্বেও স্ত্রীয়ের আচরণের কোনোও পরিবর্তন হয়নি বলেই জানিয়েছেন ওই নির্যাতিত। অবশেষে নিরাপত্তা ও আত্মরক্ষার তাগিদে পুলিশের দ্বারস্থ হন ওই যুবক।
নির্যাতিত যুবক জানান, দীর্ঘদিন প্রেম করার পর ২০১৮ সালের মার্চ মাসে তৎকালীন প্রেমিকা অর্থাৎ বর্তমান স্ত্রীর সঙ্গে বিয়ে হয় ২৯ বছর বয়সী ওই যুবকের। বিয়ের আগে তিনি স্ত্রীর মাদকাসক্তির কথা টের পাননি তিনি। বিয়ের পরে ধীরে ধীরে তা বুঝতে পারেন। অভিযোগকারী পুলিশকে জানিয়েছেন, শুধুমাত্র তাঁকেই নয়, মদ্যপ অবস্থায় স্ত্রী তার বাবা-মাকেও প্রবল শারীরিক এবং মানসিক নির্যাতন করে। এমনকি, নেশার ঘোরে প্রবল মারধর করে বলেও অভিযোগ। দিনকে দিন অত্যাচারের মাত্রা বাড়তেই একপ্রকার বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হয় যুবক।
যুবকের অভিযোগ, বাড়িতে অশান্তি হলেই তার স্ত্রী মদ্যপ অবস্থায় তার এবং তার পরিবারের উপর চড়াও হন। এর প্রধান কারণ স্ত্রী প্রথম থেকেই তাঁর বাবা-মায়ের সঙ্গে থাকতে নারাজ। তাই তাদের তাড়ানোর জন্য এর আগেও বহু চেষ্টা চরিত্র করেছেন তিনি। তাঁরা আলাদাও হয়ে গিয়েছিলেন। কিন্তু জুন মাসে করোনা আক্রান্ত হন বাবা-মা। সেই সময় বাবা-মায়ের দেখাশুনা করার জন্য তিনি ফের বাড়িতে ফিরে আসেন। তারপরে ফের শুরু হয় অশান্তি। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় থানার পুলিশ।
Discussion about this post