মালদা শহরের রাস্তায় বেহালা হাতে প্রায়ই দেখা যায় তাঁকে। নাম ভগবান। পরিচয় তিনি এক বেহালা বাদক। তবে বেহালা বাজানো কিন্তু তাঁর পেশা নয়, নেশা। নেশার খেয়ালেই রাস্তায় রাস্তায় বেহালা বাজিয়ে যান তিনি। সম্পূর্ণ নিজের ইচ্ছেতেই। আর তাই এই লকডাউনের মধ্যেও বেহালা বাজানো ছাড়তে পারেননি তিনি। মুখে মাস্ক পরেই বেরিয়ে পড়েছেন রাস্তায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমনই এক ভিডিও।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, রাস্তায় দাঁড়িয়ে এক মনে বেহালায় সুর তুলে চলেছেন ভগবান নামক সেই বৃদ্ধটি। সুরের মূর্চ্ছনায় চারপাশ যেন মুগ্ধতায় ভরে উঠেছে। আশেপাশের মানুষজনের কথায়, তিনি পেশার খাতিরে কোনও দিন বেহালা বাজাননি। বেহালা বাজানো যেন তাঁর নেশা। তাই কোনও অনুষ্ঠানেও বাজান না তিনি। শুধুমাত্র নিজের খেয়ালে রাস্তায় ঘুরে ঘুরে বেহালা বাজিয়ে মানুষকে একটু আনন্দ দিতে চান। তাই প্রায় রোজই মালদার কোনও না কোনও রাস্তা বা গলির মোড়ে বেহালা হাতে দেখা যায় তাঁকে। আর তাঁর বেহালার সুরে ভরিয়ে দেন মানুষের মন।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটি ইতিমধ্যেই নেটিজেনেদের বেশ নজর কেড়েছে। বৃদ্ধ বেহালাবাদকটির প্রশংসায় পঞ্চমুখ প্রায় সকলেই। আসলে আজকের কঠিন সময়ে দাঁড়িয়ে, এই ছোট্ট ছোট্ট ঘটনাগুলির মাধ্যমেই মানুষ খুঁজে নিচ্ছেন একটু ভাল থাকার রসদ। এই ঘটনাগুলিই ঘরবন্দী মানুষগুলির মুখে হাসি হয়ে ফুটে উঠছে অচিরেই।
Discussion about this post