‘আসল অস্ত্র সমন্বয়’, রূপম ইসলামের গানের এই জনপ্রিয় লাইনকে নিয়েও পথে নেমেছে ব্লাডমেটস। নিজের জন্মদিনেও সেই অঙ্গীকার ভোলেননি এই সংগঠনের অন্যতম সদস্য মধুরিমা চট্টোপাধ্যায়। নিজের জন্মদিনে শ্রীরামপুরে আয়োজন করলেন ‘রক্তদান উৎসবের’।
গত ১ অক্টোবর ছিল মধুরিমার জন্মদিন। অন্যদিকে ২ অক্টোবর প্রতিষ্ঠিত হয়েছিল শ্রমজীবী ব্লাড ব্যাঙ্ক। ফলে গান্ধী জয়ন্তীর দিনই নিজেদের জন্মদিনে মেতে ওঠেন মধুরিমা এবং শ্রমজীবী ব্লাড ব্যাঙ্কের সদস্যরা। সেই জন্মদিন উপলক্ষেই শ্রীরামপুর শ্রমজীবী ব্লাড ব্যাঙ্কে আয়োজন করেন স্বেচ্ছায় রক্তদান শিবিরের।
মোট ৪২ জন রক্তদাতা রক্ত দান করেছেন এই শিবিরে। গত বছরও নিজের জন্মদিনে রক্তদান শিবিরের আয়োজন করেছিলেন মধুরিমা। যদিও শুধু মধুরিমাই নন, ব্লাডমেটসের বহু সদস্যই এভাবেই কাটান নিজেদের ‘স্পেশ্যাল’ দিনটি। নিজের জন্মদিনেও মানুষের পাশে থাকতে পেরে খুশি মধুরিমা।
গত বছর থেকেই করোনা সংক্রমণের সঙ্গেই পাল্লা দিয়ে বেড়েছে রক্তের জন্য হাহাকারও। বিশেষত থ্যালাসেমিয়া এবং অন্যান্য কিছু রোগে আক্রান্ত ব্যক্তিদের নিয়মিত রক্তের যোগান প্রয়োজন। অন্যদিকে কো-১৯-এর তৃতীয় ঢেউ আসন্ন, ভ্যাক্সিনের কারণেও রক্ত দিতে পারছেন না অনেকে। ফলে ক্রমশঃ ঘাটতি তৈরি হচ্ছে রাজ্যের ব্লাড ব্যাঙ্কগুলিতে। এই সঙ্কট মেটাতেই এবার তৎপর ‘ব্লাডমেটস’।
Discussion about this post