অবশেষে লকডাউনের রাস্তায় হাঁটল পশ্চিমবঙ্গও। লকডাউনের ফলে জরুরি পরিষেবা ছাড়া বাকি সব কিছু বন্ধ থাকবে। রাজ্য সরকারেরর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর নোটিশটি জারি করেছে। বিজ্ঞপ্তি অনুসারে হাসপাতাল, পুলিশ স্টেশন, আদালত, দমকল, বিদ্যুৎ ও জল পরিষেবা, ব্যাঙ্ক ও এটিএম, ইন্টারনেট ও টেলিকম পরিষেবা, ওষুধের দোকান, সাফাই দপ্তর, রেশন ও মুদিখানা খোলা রাখতে হবে। লকডাউনের সিদ্ধান্তকে সমর্থন করছেন প্রায় সমস্ত রাজ্যবাসীই। স্কুল, কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গিয়েছিল আগেই। এদিন দুপুরেই বিভিন্ন লোকাল ট্রেন ও মেট্রোও বন্ধ করার ঘোষণা হয়েছে। এবার লকডাউনের সিদ্ধান্তে উপকৃত হবে সমস্ত রাজ্যবাসীই, এমনটাই আশা করা হচ্ছে।
বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে আগামীকাল থেকে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন পৌর এলাকা লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আগামী সোমবার বিকেল ৪টের পর থেকে ২৭ মার্চ পর্যন্ত কার্যকরী হবে এই সিদ্ধান্ত। রাজ্যে করোনা ভাইরাস আক্রান্তে সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে। তাই রাজ্যের মানুষের স্বাস্থ্যের কথা চিন্তা করেই সরকারের এই প্রস্তাব।
Discussion about this post