ভালবাসার সপ্তাহের আজ ষষ্ঠ দিন ‘হাগ ডে’। আজ নিজের প্রিয়জনকে আলিঙ্গনের দিন। একটু আলিঙ্গন মুহূর্তেই কারো মন ভালো করে দিতে পারে। তবে কিছু ভালবাসা দিন-সময় না দেখেই প্রকাশিত হয় আলিঙ্গনের মাধ্যমে। এমনই আবেগঘন মূহুর্ত ধরা পড়ে কিছুদিন আগে সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে। ভিডিওতে দেখা যায় উদ্ধারকারী বনকর্মীকে জড়িয়ে ধরে কৃতজ্ঞতা জানাচ্ছে ছোট্ট এক হাতি শাবক।
ঘটনাটি তামিলনাড়ুর অন্তর্গত মুদুমালাইয়ের। গভীর জঙ্গলে তার মাকে হারিয়ে ফেলেছিল এই হাতির ছানা। আহত ও দলছুট অবস্থায় এই বুনো হাতির শাবকের খোঁজ পান বনকর্মীরা। এরপরই তার প্রাথমিক চিকিৎসা শুরু করা হয়। বনকর্মীরা তৎপরতার সাথে তার দলের খোঁজ করে দলে ফিরিয়ে দেওয়ার চেষ্টা শুরু করেন। আলাদা হয়েই বেজায় মন খারাপ হয়ে গিয়েছিল ছোট্ট হস্তিশাবকের।
কিন্তু একটু চাঙ্গা হতেই বেশ চনমনে হয়ে ওঠে সেই হাতি শাবকটি। তখন আনন্দে বনকর্মীকে জড়িয়ে ধরে হাতির শাবকটি। যদিও তিনি সঙ্গে সঙ্গে সরে যান। কারণ বন্য হাতিরা অত্যন্ত সন্দেহপ্রবণ হয়। দলছুট হাতির গায়ে অচেনা, মানুষের গন্ধ বেশি থাকলে তাকে আর দলে ফেরত নেওয়া হয় না। তাই সাধারণতঃ বন্য হাতিদের গায়ে হাত দেওয়া, সুগন্ধী মাখা এড়িয়ে চলেন বনকর্মীরা। আই এফ এস অফিসার প্রভীন কাসওয়ান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই অসাধারণ ভিডিওটি দেন। তিনি ক্যাপশনে লেখেন, “ভালোবাসার কোন ভাষা হয় না। এক বন কর্মীকে শুঁড় দিয়ে আলিঙ্গন করে কাছে ডেকে নিচ্ছে হাতের ছানা। এই হস্তি শাবককে এবার উদ্ধার করে খুব তাড়াতাড়ি মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।”
একটুখানি জড়িয়ে ধরা মানসিক শান্তি দেয় অনেকখানি। আপনার জড়িয়ে ধরার কায়দাই বুঝিয়ে দেবে আপনি তাকে কতটা ভালোবাসেন এবং তাকে আপনি কতটা আগলে রাখেন। প্রেমিক-প্রেমিকাই শুধু নয়, প্রিয় নিকটজনকে জড়িয়ে ধরে পেতে পারেন এক সুন্দর মিষ্টি অনুভূতি। এমনকি ভালোবেসে প্রিয়জনকে জড়িয়ে ধরলে যে ইতিবাচক প্রভাব পড়ে শরীরে ও মনে তার বেশ কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে।
Discussion about this post