আমার কলকাতা, তোমার কলকাতা চিরকালই উৎসব মুখর। প্রাণোচ্ছ্বল এক আবেগের নাম। কলকাতার অলিগলিতে সব ধর্মের এত সুন্দর সমন্বয় রয়েছে যে কোথাও তা সারা বিশ্বে খুঁজে পাওয়া যাবে না। সামনেই আসছে বড়দিন। খ্রিস্টধর্মের প্রবর্তক যীশু খ্রিস্টের জন্মদিন। আমাদের কলকাতাও ধীরে ধীরে সেই উৎসব পালনের জন্য সেজে উঠছে আপন মাধুরীতে। আজ কলকাতার বুকে এক প্রাচীন চার্চের দিকে নজর রাখা যাক।
ইতিহাসের পাতা ঘেঁটে জানা যায় যে , ১৮৬৪ সালে মেথডিস্ট মিনিস্টার ওয়াল্টার অসমন্ড কলকাতায় এসেছিলেন। তিনি ছিলেন একজন ধর্মপ্রচারক ইভানজেলিস্ট ও সমাজকর্মী। তার উদ্দেশ্য ছিল শহরের দরিদ্র ও পীড়িত মানুষের সেবা করা। তিনি বর্তমান সময়ে ৫৬, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় রোড, তালতলা ঠিকানায় এই গির্জাটা প্রতিস্থাপন করেন। সেই সময় গির্জাটির নাম ছিল ওয়েসলিয়ান মেথডিস্ট চার্চ। পরে গির্জার নাম বদলে প্রতিষ্ঠাতার নামে এই গির্জার নামকরণ করা হয় অসমন্ড মেমোরিয়াল চার্চ। ওয়াল্টার অসমন্ড ৩০ বছর কলকাতায় দরিদ্র মানুষের সেবা করেছিলেন।
এই গির্জার চারটি সমাবেশ রয়েছে – তালতলায় বাঙালি সমাবেশ, কামারডাঙা চ্যাপেল ও বন্ডেল রোডে বালিগঞ্জ চার্চ এবং তালতলায় সাঁওতালি সমাবেশ। আসলে কলকাতার মানুষ সব ধর্মের প্রতি চির কাল শ্রদ্ধাশীল। তাই এই গির্জার ইতিহাসের সঙ্গে মানুষের সেবা ধর্মের কাজটাও জুড়ে আছে।
Discussion about this post