এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত কাশ্মীর ঘোরার জন্য সবচেয়ে উপযুক্ত সময়। ভ্রমণপ্রেমী ব্যক্তিমাত্রই এইকথায় সমর্থন জানাবেন। এসে গেছে সেই সময়। এইসময় ভূস্বর্গ শুধু কাব্যিক অর্থে ভূস্বর্গ নয়, বরং বাস্তবিক অর্থেই ভূস্বর্গ। কারণ প্রকৃতিকে অনুভব করে বিস্মিত হওয়ার জন্য এই সময় কাশ্মীর অতুলনীয়। আবহাওয়াও মনোমুগ্ধকর। কিন্তু, সেই স্বর্গে এই বছরের শুরুতেই লাগল রক্তের ছোঁয়া। নৈস্বর্গিক দৃশ্যের মধ্যে চলল গুলি। তবে কী কাশ্মীর আর মানুষের কাছে বেড়ানোর উপযোগী রইলনা?
২০২৫ সালের ২২ এপ্রিল, জম্মু ও কাশ্মীরের পহেলগামের কাছে বইসরন ভ্যালিতে জঙ্গিদের হামলায় অন্তত দুইজন পর্যটক নিহত এবং আরও অনেকেই আহত হয়েছেন। হামলাটি স্থানীয় সময় সকাল ১১টার দিকে ঘটে। পর্যটকরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলেন। সেই সময়েই আচমকা গুলি চালানো হয়। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যেই নিরাপত্তা বাহিনী হামলাকারীদের খোঁজে তল্লাশি শুরু করেছে।
২০২৪ সালের ১০ জুন, জম্মু ও কাশ্মীরের রিয়াসি এলাকায় তীর্থযাত্রী বোঝাই একটি বাসে গুলি চলেছিল। চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, এবং বাসটি খাদে পড়ে যায়। এই ঘটনায় ৯ জন প্রাণ হারান এবং ৩৩ জন আহত হয়েছিলেন। পুলিশের তদন্তে জানা যায়, বাসটি শিবপুরী থেকে কাটরায় ফিরছিল এবং যাত্রীরা সম্ভবত উত্তরপ্রদেশের বাসিন্দা। ফলে কাশ্মীরের এই ঘটনা মানুষের কাছে নতুন নয়। কবে এই অবস্থার পরিবর্তন সম্ভব, তা কেউ হয়ত জানেন না। সাম্প্রতিক জঙ্গি হামলার পর সরকার ও রাজনৈতিক নেতারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন, তবে নিরাপত্তা বাহিনীর জন্য নিঃসন্দেহে নতুন চ্যালেঞ্জও তৈরি হয়েছে।
Discussion about this post