‘জাদু কি ঝাপ্পি’ কথাটার সাথে কমবেশি সবাই পরিচিত। উষ্ণ আলিঙ্গনকে বোঝাতেই মূলত এই কথাটির ব্যবহার। বহুদিন পর ছেলে বাড়ি ফিরলে মা তাকে জড়িয়ে ধরে। কিংবা হাজার কথা কাটাকাটির পর যখন সব গোলমাল মিটে যায়, ভালোবাসার মানুষটিকে কাছে টেনে জড়িয়ে ধরে অপরজন। সম্পর্কের নামের মাপকাঠিতে নয় আলিঙ্গন তো হয় যেকোনো রকমের ভালোবাসার ছোঁয়ার ভিত্তিতে। হ্যাঁ আজ হাগ ডে অর্থাৎ আলিঙ্গন দিবস। স্পর্শকাতর ভাব বিনিময়ের দিন। আজ তাই পরিচয় ঘটাতে চলেছি এক অন্য ধরণের আলিঙ্গনের সাথে। যেটা শুনে আপনার মনেও একটা মিষ্টি ভালোবাসার পরশ লাগতে চলেছে।
শিশুটির তখন বয়স মাত্র পাঁচ মাস। মা-বাবা সদ্য মারা গিয়েছে। জখম অবস্থায় অসহায় সেই অনাথটি তখন পড়ে রয়েছে মাটিতে। কিছু মানুষ তাকে উদ্ধার করে নিয়ে আসে। আশ্রয় দেয় মধ্য অষ্ট্রেলিয়ার এক ক্যাঙ্গারু অভয়ারণ্যে। অভয়ারণ্যে তার জন্য বিশেষ যত্নও নেওয়া হয়। প্রায় এক দশক ধরে অভয়ারণ্যের লালন পালনেই একটু একটু করে বড় হয়েছে অ্যাবি। এখন তার বয়স ষোলোর কোঠায়। প্রাপ্তবয়স্ক এক নারী ক্যাঙ্গারু সে।
তার এই তিলে তিলে বড় হওয়ার পথে যে মানুষগুলো তাকে আগলে দেখভাল করেছে তাদের ভোলেনি সে। তাই সেই ত্রানকর্তাদের দেখতে পেলেই ছুট্টে গিয়ে দেয় জাদু কি ঝাপ্পি। আর একদিন বা দু’দিন নয়। নিয়মমাফিক প্রত্যেকটা দিন সকালে উঠেই উদ্ধারকারীদের কাছে গিয়ে জড়িয়ে চুপটি করে দাঁড়িয়ে থাকে সে বেশকিছুটা সময়। বাঁচানোর জন্য কৃতজ্ঞতাটা হয়ত এভাবেই পূরণ করে চলে সে। ২০১৭ সালের একটি প্রকাশিত ভিডিওতেই প্রথম প্রমান মেলে এই কুইন অ্যাবির। তাই আজকের হাগ ডে তে সেই কুইন অ্যাবির আলিঙ্গন কি উপেক্ষা করা চলে?
কভার চিত্র ঋণ – Healthy Holistic Living
Discussion about this post