ব্যর্থ প্রেম অতি মারাত্মক এক বস্তু। প্রেমে ব্যর্থ বা প্রত্যাখ্যাত হয়ে মানুষ কীই না করতে পারে! শরৎচন্দ্রের দেবদাসের কথা মনে নেই? অথবা হাল আমলের সিনেমার ‘কবীর সিং’! ব্যর্থ প্রেমের জ্বালা বুকে নিয়ে কত কী কাণ্ডই নাহ ঘটিয়ে ফেলেছিলেন তাঁরা। প্রেমে সাফল্য না পেয়ে কেউ হয়ে ওঠেন ভাবুক, তো কেউ নিজের ক্ষতি করে ঝুঁকে পড়েন বিভিন্ন মাদকের নেশার দিকে। তবে এসবের মধ্যেও জাপানের আকিহিকো কন্দো নামক এক ব্যক্তি যে কাণ্ডটি ঘটিয়েছিলেন তা জানলে চোখ কপালে উঠতে বাধ্য! ভালবাসার মানুষের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে তিনি বিয়ে করেছেন এক অ্যানিমেটেড পুতুলকে!
টোকিওর এক স্কুলের প্রশাসনিক বিভাগের কর্মী আকিহিতো কন্দো গত বছরের সেপ্টেম্বরে বিয়ে করেন হাসতুন মিকুকে। কিন্তু কে এই হাসতুন মিকু? এটি আসলে একটি হলোগ্রাম পুতুল। জাপানের খুবই জনপ্রিয় একটি অ্যানিমেশনের এক চরিত্র এটি। তারই একটি রেপ্লিকা তৈরি করে সেটিকে বিয়ে করে ফেলেন আকিহিতো। তবে একটি পুতুলকেই কেন তিনি বিয়ে করলেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আকিহিতোর অতীতে নজর ফেরাতে হবে। কিশোর বয়সে বেশ কয়েকজন নারীর থেকে প্রেমে প্রত্যাখ্যাত হয়েছিলেন তিনি। এমনকি কিছু নারী বেশ কড়া ভাষায় অপমানও করেন তাঁকে। ফলতঃ সেই বয়স থেকেই তার মনে নারীদের প্রতি এক প্রকার বিদ্বেষের জন্ম ঘটে। এরপর পরিণত বয়সে এসে বাস্তব জগতের কোনও নারীর প্রতিই আর আকর্ষণ জাগেনি আকিহিতোর। কিন্তু জীবনে চলার পথের সঙ্গী হিসাবে কাউকে তো পাশে চাই! কাজেই পুতুলকে বিয়ে করার এই সিদ্ধান্ত নেন তিনি।
টোকিওর একটি কমিউনিটি সেন্টারে প্রায় দুই মিলিয়ন ইয়েন খরচ করে বেশ ধূমধাম করেই সম্পন্ন হয় বিয়ের অনুষ্ঠান। তবে আকিহিতোর কিছু কাছের বন্ধু ছাড়া আর কেউই উপস্থিত ছিলেন না সেখানে। মায়ের অমতে তিনি এই বিয়ে করেন। এমনকি এই বিয়ে ঘিরে চারিদিকে সমালোচনার ঝড় উঠলেও আকিহিকো কিন্তু যথেষ্টই খুশি তাঁর এই সিদ্ধান্তে। টুইটারে নিজের বিয়ের বেশ কিছু ছবি দিয়ে তিনি লেখেন, “আমি জীবনে কোনও মেয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কথা ভাবতেও পারি না। আমি আজ মিকুকে বিয়ে করলাম। আমি কখনও তাকে প্রতারণা করব না। সেও কখনও আমাকে প্রতারণা করবে না। আশা করি সকলেই আমার এই সিদ্ধান্তকে শ্রদ্ধার নজরে দেখবেন।” আসলে আকিহিতোর তো ভালবাসার জন্য বাস্তবের কোনও নারীসঙ্গের প্রয়োজন পড়ে না। নিজেই নিজের মতো করেই ভালবাসার মানুষ খুঁজে নিয়েছেন তিনি। এভাবেই যদি ভাল থাকতে চান তাহলে থাকুন নাহ! ক্ষতি কি! তাই না?
Discussion about this post