পিতৃপক্ষের অবসানে মাতৃপক্ষের সূচনা বয়ে এনেছে মায়ের আগমনবার্তা। দেবীর চক্ষুদানের সাথে সাথে মর্ত্যলোকও সেজে উঠেছে শরতের স্নিগ্ধ আবেশে। মহামারীর চোখরাঙানির মাঝেই ক’দিন পরে মানুষ আবারও খুঁজে নেবে একরাশ আনন্দ। দেবীর আরাধনার পাশাপাশিই চলবে ঠাকুর দেখা, আড্ডা, হৈ-হুল্লোড়… আর প্রেম! প্রিয় মানুষটির সাথে চোখ চাওয়া-চাওয়ি, হালকা হাসি, একটু কাছে যাওয়ার প্রবল আকাঙ্খা…কিন্তু ভাষাহীন! এই ছোট্ট ছোট্ট ‘ছোঁয়াচে’ স্বপ্নগুলোকে কথা ও সুরের মাধ্যমে প্রকাশ করতেই তো এবারে মাঠে নেমে পড়েছেন ঈশান!
সদ্য মুক্তি পেয়েছে শিল্পী ঈশান গাঙ্গুলির নতুন প্রেমের গান ‘খুব ছোঁয়াচে স্বপ্নগুলো’। ‘বাংলা রক্’ অডিও লেবেলের এই গানটির কথা ও সুর তাঁর নিজেরই। গীটারে আছেন শিল্পী আনিশ আহমেদ এবং মিউজিক প্রোডাকশনের কৃতিত্ব শিল্পী তমাল কান্তি হালদারের। ইউটিউবে ‘ISHAAN GANGULY’ চ্যানেলে একটি লিরিক ভিডিওর মাধ্যমে মুক্তি পেয়েছে এই গান, যার নেপথ্যে রয়েছেন শিল্পী দেবর্ষি গাঙ্গুলি ও তমাল কান্তি হালদার। বিশেষ ধন্যবাদ জানিয়েছেন ঈশান শিল্পী রূপম ইসলামকেও। এতজন জ্ঞানী-গুণী শিল্পীর সমন্বয় যে আলাদা মাত্রা দেবে এই সৃষ্টিকে, সে কথা তো বলাই বাহুল্য!
মনের কথার সহজ প্রকাশভঙ্গী, নির্মেদ অথচ মনে গেঁথে যাওয়া সুরের অনবদ্য কম্পোজিশন এই গানের ইউএসপি, যা আপনাকে যেন ভাসিয়ে নিয়ে যাবে সেই অপরিপক্ক বয়সের সরলতায়। ফিরিয়ে দেবে সেই প্রথম কাউকে ভালো লাগা, ভালোবাসা, তাকে নিয়ে হাজার স্বপ্ন বোনার অনুভূতিগুলো। হয়তো সে অনুভূতি থেকে যায় মনের গভীরেই, মুখ ফুটে বলাটা আর হয়ে ওঠে না। বুকের বাঁ-দিকটা হয়তো চিনচিন করেও ওঠে কখনও-সখনও। কিন্তু দিনের শেষে প্রিয় মানুষটিকে ঘিরে হিজিবিজি কল্পনারা কি কখনও থামতে চায়!
তবে শুধু কথা, সুর আর গানেই সীমাবদ্ধ নন ঈশান। পেশাগতভাবে তিনি একজন আবৃত্তিকার। আবার কিছুদিন আগে তাঁর লেখনীতেই অডিও স্টোরি হিসেবে প্রকাশ পেয়েছে তমাল কান্তি হালদারের গল্প ‘অসুখ’। গানের জগতে শিল্পীর নবতম সংযোজন ‘খুব ছোঁয়াচে স্বপ্নগুলো’ ইতিমধ্যেই ভরে উঠেছে মানুষের ভালোবাসায়। শিল্পী অনুপম রায় স্বয়ং কমেন্ট করে জানিয়েছেন তাঁর মুগ্ধতা। এর আগেও যথেষ্ট প্রশংসিত হয়েছে তাঁর ‘সমুদ্র গান’। অগ্রজদের অনুপ্রেরণায় এভাবেই বাংলা মৌলিক গানের ডালি নিয়ে এগিয়ে চলেছেন নতুন প্রজন্মের শিল্পীরা, কারণ সৃষ্টির আনন্দও যে ‘ছোঁয়াচে’!
Discussion about this post