সোশ্যাল মিডিয়ায় আবার ঝড় তুললেন তিনি৷ এর আগে আমাদের পুরুষতান্ত্রিক সমাজের এক ব্যাঙ্গাত্মক প্রতিচ্ছবি, সাড়ে চার মিনিটের একটি ছোট্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরেছিলেন তিনি। আবারও সেই ভিডিও ঘিরেই তুলকালাম! সম্প্রতি অভিনেত্রী রায়তী ভট্টাচার্য্যের সেই ভিডিও আপলোড করা হয়েছে একটি নামী পর্ণোগ্রাফিক সাইটে। ভিডিওটি সেখানে যৌন উস্কানিমূলক কথাবার্তার একটি ভিডিও হিসাবেই ধরা হচ্ছে।
ঠিক কি ছিল সেই ভিডিওটিতে? আজ একবিংশ শতকে দাঁড়িয়েও পোশাক বা রাতে বাড়ির বাইরে থাকা, ইত্যাদি বিষয়ের ওপর নির্ভর করে নারী-চরিত্র বিচার করে এই পুরুষতান্ত্রিক সমাজ। নারীদের চরিত্র ঠিক যেভাবে বিচার করা হয়; সেভাবে যদি একটি পুরুষেরও চরিত্র বিচার হয় তাহলে কী ঘটতে পারে! সেটিই ছিল ভিডিওটির বিষয়বস্তু। অথচ সেই ভিডিওই এখন যৌনতার প্রতীক হিসাবে আপলোড করা হয়েছে ‘এক্স-হ্যামস্টার’ নামক পর্ণোগ্রাফিক সাইটটিতে।
এক পরিচিত বন্ধুর মাধ্যমে গত বৃহস্পতিবার সকালে বিষয়টি জানতে পারেন রায়তী। তারপরই গতকাল রাত্রে নিজের ফেসবুক প্রোফাইল থেকে লাইভে এসে বিষয়টি নিয়ে আলোচনা করেন তিনি। তাঁর কথায়, তিনি সাইবার ক্রাইম বা পুলিশের কাছে যেতে বিন্দুমাত্রও ইচ্ছুক নন। কারণ তিনি কোনও ভুল করেননি। ভিডিওটিও কোনও যৌনতামূলক ভিডিও নয়৷ তাই পর্ণোগ্রাফিক সাইটে আপলোড করা নিয়ে তিনি একটুও চিন্তিত নন। লাইভে তিনি আরও বলেন, যে বা যারা এই কাজটি করেছেন তারা এভাবে তাদের বিকৃত এবং পুরুষতান্ত্রিক স্বভাবেরই পরিচয় দিচ্ছেন। একজন নারী যে ইচ্ছামত সোশ্যাল মিডিয়ায় নিজের কোনও রকম ছাপ ফেলতে পারেন, তা ঠিক মেনে নিতে পারছেন না তারা। ঠিক সেই কারণেই ভিডিওটির আসল বিষয়বস্তুকে উপেক্ষা করে সেটি পর্ণোগ্রাফিক সাইটে ছড়িয়ে দিতে তৎপর হয়েছেন তারা।
লাইভটি সোশ্যাল মিডিয়ায় দেওয়া মাত্রই রায়তীর প্রশংসায় তাঁর পাশে দাঁড়িয়েছেন নেটিজেনরাও। ‘ডেইলি নিউজ রিল’-এর সঙ্গে কথোপকথনে তিনি জানান, তাঁর সূদুর কল্পনাতেও আসেনি, ভিডিওটি তাঁকে একজন ‘পর্ণস্টার’ বানিয়ে দেবে৷ গোটা ঘটনাটি তাঁর যথেষ্ট ক্ষোভ এবং বিরক্তির কারণ হলেও, তিনি কিন্তু বিন্দুমাত্রও বিচলিত নন। তিনি জানেন তাঁর বক্তব্য কতটা সঠিক। ভবিষ্যতেও এরকম ভিডিও তিনি আরও বানাতে আগ্রহী এবং বানাবেনও। সমাজের মুখোশ টেনে ছিঁড়ে ফেলতে তিনি বারবার এগিয়ে আসবেন এভাবেই। তবে যে বা যারা এই কাজটি করেছেন তারা মানসিক ভাবে কতটা সুস্থ এই প্রশ্নও তুলেছেন তিনি। এমনকি ভয় না পেয়ে বা ছোট না হয়ে, এভাবেই এ সমাজের নগ্ন চিত্ররূপ তুলে ধরতে বাকিদের অনুরোধও জানান রায়তী।
Discussion about this post