‘আলো’র সম্মোহনে মুগ্ধ দর্শক! ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় চলতি বছরের ১৯ জানুয়ারি মুক্তি পেয়েছিল তাসফির নতুন গান ‘আলো’। ৫ মিনিট ৪ সেকেন্ডের ভিডিও এ গানের কথা থেকে সুর, কার্যত সুরের মায়ায় আচ্ছন্ন দর্শক মহল। “আমাদের নেই ভয়, আমাদের এই জয়, আজ এই আলো!” আলো’ যেন বর্তমান নারীশক্তি জাগরণের প্রতিবিম্ব! গানের কথায় আরাফাত কাজী, সুরে তাসফি খোদ নিজে। ভিডিওর সমস্ত দৃশ্যের শুটিং বাংলাদেশেই হয়।
গানের প্রযোজক সুদীপ্ত পাল ডেইলি নিউজ রিলকে জানান, তিনি তাসফির সঙ্গে এর আগেও কাজ করেছেন। ২০২০-তে লকডাউন চলাকালীনই তাঁদের একসঙ্গে প্রথম কাজ ‘ভার্চুয়াল জ্যাম’। দর্শক মহলে বেশ প্রশংসিতও হয়েছিল সেই জ্যাম সেশন। তবে মৌলিক গান হিসেবে ‘আলো’ই প্রথম। প্রায় এক বছর অপেক্ষার পর গানটি অবশেষে মুক্তি পায়। ইতিমধ্যেই ফেসবুকে গানের দর্শক সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৭০ হাজারের গন্ডি! দর্শকমহলে এমন সাড়া পেয়ে তিনি সততই উচ্ছ্বসিত এবং আশাবাদী নতুন গানটিকে নিয়ে। তিনি আরো জানান, পরবর্তীকালে বাংলাদেশের সাথে এমন কাজ করতেও যথেষ্ট আগ্রহী।
গায়িকা তাসফি ডেইলি নিউজ রিলকে প্রতিক্রিয়ায় বলেন, পড়শী দেশের সঙ্গে তাঁরও এই প্রথম কাজ। তাসফির মতে, ‘আলো’ গানটি তাঁর কেরিয়ারে সবসময়ই ভীষণ কাছের এবং বিশেষ হয়ে থাকবে। এর আগেও অনেক গান গাইলেও তাঁর মৌলিক গান হিসেবে ‘আলো’ই প্রথম! অতিমারির জন্য গানের প্রযোজকের সঙ্গে এই বিষয়ে কথাবার্তা সমস্ত ভার্চুয়ালি হলেও সেটি কোনো বাধা হয়ে দাঁড়ায়নি। বরং দর্শকদের কাছ থেকে সদর্থক প্রতিক্রিয়া পেয়ে তিনি ভীষণই খুশি। এখানেই তাঁদের সার্থকতা। দুই দেশের মানুষের এই ভালোবাসাই তাঁকে আগামীতে আরো প্রেরণা জোগাবে বলে তিনি বিশ্বাসী।
এবং দর্শকদের জন্যও সুখবর ! ‘আলো’ই শেষ নয়, তাসফি জানিয়েছেন ইতিমধ্যে পুনরায় ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় শীঘ্রই আস্তে চলেছে নতুন গান। আপাতত ‘আলো’তেই আটকে দুই বাংলার মানুষ। ‘আলো’ শক্তি হয়ে ছড়িয়ে পড়ুক সকলের মাঝে। আর এখানেই সঙ্গীতের সাফল্য!
Discussion about this post