‘ট্রেন’ নি:সন্দেহে আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। নিত্য দিনের যাতায়াত থেকে ঘুরতে যাওয়া, বেশিরভাগ মানুষের পছন্দের তালিকাতেই রেলগাড়ি সবার উপরে। ট্রেনে চড়তে গেলে টিকিট যে লাগবেই তা আর বলার অপেক্ষা রাখে না। তবে আপনার কি জানা আছে, আমাদের ভারতবর্ষে এমন একটি ট্রেন চলে যাতে টিকিটের কোনো দরকারই নেই। আছে আছে এমন ট্রেনও আছে। আর সে সদ্যই পা দিয়েছে ৭৩ বছরে। বিশ্বাস হচ্ছে না তো? আপাতভাবে হওয়ার কথাও না। তবে ওই যে, পৃথিবীতে অসম্ভব বলে সত্যি কোনো বস্তু নেই। এবার তাহলে জেনেই নিন, কোথায় চলে এই ট্রেন!
ভারতের এই টিকিট বিহীন ট্রেনটি হিমাচল প্রদেশ থেকে পাঞ্জাব সীমান্তের মধ্যে চলে। ট্রেনটি হিমাচল প্রদেশের ভাকরা বাঁধের কাছে অবস্থিত ভাকরা রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করে। বুঝতেই পারছেন, ভাকরা নাগাল ড্যাম আপনি ঘুরে আসতে পারবেন এক্কেবারে বিনামূল্যে। ট্রেনটি প্রথম চালানো হয়েছিল ১৯৪৯ সালে। গত ৭২ বছর ধরে আশেপাশের ২৫ টি গ্রামের প্রায় ৩০০ জন মানুষ প্রতিদিন ট্রেনটিতে যাতায়াত করে থাকেন। তবে এদের মধ্যে বেশিরভাগই কিন্তু স্কুল পড়ুয়া।
ট্রেনটি দেখতেও বাকি ট্রেনদের তুলনায় বেশ অন্যরকম। কাঠ দিয়ে তৈরি এই ট্রেনের ইঞ্জিন চলে ডিজেল দিয়ে। ট্রেনে আগে থাকতো ১০ টি বগি, এখন এই বগির সংখ্যা মোটে ৩ টি। এই ৩টি বগির মধ্যে একটি সংরক্ষিত মহিলাদের জন্য। আর একটি বগি সম্পূর্ণ পর্যটকদের জন্য, যাতে তারা ভাকরা বাঁধের মনোরম দৃশ্য আরামে উপভোগ করতে পারেন।
এবার নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে এই ট্রেন একেবারে বিনামূল্যে চলে কেন? এর আসল কারণ হলো ভাকরা বাঁধ যা পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে খুব সহজেই। যেই কারণে পাহাড় কেটে তৈরি হয় এই রেলপথ এবং ভাকরা বিয়াস ম্যানেজমেন্ট বোর্ড (বিবিএমবি) এই ট্রেন চালানোর দায়িত্ব নিয়েছে। সব জানার পরে একটু হলেও ইচ্ছে করছে তো এই ট্রেনে চেপে ভাকরা বাঁধ দেখতে যাওয়ার? তাহলে ঘুরেই আসুন না একবার। বিনামূল্যে ট্রেন সফর করে মোটেই খারাপ লাগবে না।
Discussion about this post