এক অভিনব উদ্যোগ! মাতৃ দিবসের আবহে একটি সুন্দর উপহার ভারতীয় রেলের। ট্রেনে মা ও শিশুর আরামদায়ক যাত্রার কথা মাথায় রেখেই এই উদ্যোগ নিয়ে এসেছে ভারতীয় রেলওয়ে। উত্তর রেলওয়ের লখনউ ও দিল্লি বিভাগের যৌথ উদ্যোগে ৮ মে লখনউ মেইল ১২২৩০ এর এসি থ্রি টায়ার কোচের ১২ ও ৬০ নম্বর বার্থে পরীক্ষামূলক ভিত্তিতে এই বেবি বার্থ চালু করা হয়েছে। বেবি বার্থ হওয়ার ফলে মা তাঁর শিশুর সঙ্গে আরাম করে ঘুমোতে পারবেন।
এতদিন দূরপাল্লার ট্রেনে আলাদা করে কোনও শিশুদের কোনও বার্থ ছিল না। ৫ বছর বয়স অবধি ট্রেনে কোনও শিশুদের টিকিট কাটতে হয় না। ফলে তাদের জন্য আলাদা কোনও বার্থও নির্দিষ্ট করে দেওয়া হয় না। সেইসব শিশুরা মায়েদের বার্থেই থাকে। ফলে মা ও সন্তান-দু’জনেই অসুবিধার সম্মুখীন হয়। কিন্তু ভারতীয় রেলের এই উদ্যোগে মায়েরা একটু আরাম পাবেন বলেই মনে করা হচ্ছে। মাতৃদিবসে এ এক অভাবনীয় পুরস্কার তা বলাই বাহুল্য। মাতৃত্বকে সম্মান জানিয়ে ভারতীয় রেলের এই উদ্যোগে খুশি ‘মা’-রাও। নর্দান রেলওয়ে তাদের সরকারি হ্যান্ডেল থেকে বেবি বার্থের কিছু ছবি আপলোড করে সঙ্গে এই নতুন উদ্যোগের কথা জানিয়েছে।
ট্রেনের কামরার লোয়ার বার্থের সঙ্গেই এই বেবি বার্থ যুক্ত করা হয়েছে। তা এমনভাবে করা হয়েছে যাতে ঘুমোনোর সময় শিশুটি পড়ে যায়। অতিরিক্ত সতর্কতা অবলম্বনের জন্য স্ট্র্যাপও রয়েছে। বেবি বার্থের যখন দরকার পড়বে না, তখন তা গুটিয়ে রাখারও সুবিধা রয়েছে। তবে এখনই রেলওয়ে বেবি বার্থ আসনটি বুক করার কোনও ব্যবস্থা নেননি। কারণ, এটি এখনও পরীক্ষামূলকউদ্যোগ। তবে খুব তাড়াতাড়ি সব ট্রেনেই এই সুবিধা মিলবে বলে আশা করা হচ্ছে।
Discussion about this post