বাকি মাত্র পাঁচটি মাস। ২০২২ সালের ১০ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চীনের হ্যাংঝৌ শহরে অনুষ্ঠিত হতে চলেছে এশিয়ান প্যারা গেমস। এশিয়ার বহু-ক্রীড়াভিত্তিক প্রতিযোগিতা এশিয়ান গেমসের এটি ১৯তম আসর। এই মঞ্চের মাধ্যমে নিজেদের দক্ষতা প্রকাশের জন্য অপেক্ষা করে আছে এশিয়ার বিভিন্ন প্রান্তের বহু প্রতিযোগী। তাদের মধ্যেই একজন কাঁকিনাড়ার সাহেব হুসেন। এশিয়ান গেমসে দেশের নাম উজ্জ্বল করাই তার এখন একমাত্র লক্ষ্য। কিন্তু তার এশিয়ান গেমসে দেশের হয়ে পদক জয়ের স্বপ্নের মাঝে বাধা হয়ে দাঁড়াচ্ছে অর্থ সংকট।

ছোটবেলা থেকেই সাহেবের দৃষ্টি শক্তির সমস্যা। ১৬ বছর বয়স থেকেই সে প্রায় ৭৫ শতাংশ দৃষ্টি শক্তিহীন। তবে বিশেষভাবে সক্ষম সাহেবের খেলাধুলোর প্রতি অদম্য আগ্রহ ছিল। ২০০৪ সাল থেকে অ্যাথেলেটিক্সের সাথে যুক্ত হলেও ২০১২ সালে সাহেব প্যারা অ্যাথেলেটিক্সে যোগদান করে। ধীরে ধীরে ৪০০ ও ৬০০ মিটার দৌড়ে পটু হয়ে ওঠে সাহেব। পেশায় জুটমিলের কর্মচারী ছিলেন সাহেব হুসেনের বাবা। কিন্তু জুটমিল বন্ধ হয়ে যাওয়ায়, প্রবল অর্থকষ্টের মধ্যে পড়ে তার গোটা পরিবার।

নুন আনতে পান্তা ফুরোনো এই পরিবারে খেলাধুলা যেন বিলাসিতাতে পরিণত হয়। সেই সময় সাহায্যের হাত বাড়িয়ে দেয় ‘গোয়া স্পোর্টস ফাউন্ডেশন’। জাতীয় স্তরে ৪৫ টি সোনার পদক জয় করেছে সাহেব। রাজ্য স্তরে ২০১২ সালে রাজ্যপালের থেকে পুরস্কৃত হয়েছিল সে। ২০২০ সালে মুখ্যমন্ত্রীর তরফ থেকে ‘খেল সম্মান’ তুলে দেওয়া হয় এই প্রতিভাবান খেলোয়াড়ের হাতে। বিহার সরকারের তরফে তাকে ‘অজাত শত্রু’ পুরস্কার দেওয়া হয় তাকে। কিন্তু করোনার প্রকোপে দীর্ঘ লকডাউনের কারণে বেশ কিছুটা ক্ষতিগ্রস্থ ‘গোয়া স্পোর্টস ফাউন্ডেশন’। তার ফলে তারা আর সাহেবকে সাহায্য করেন না। তাতেই বিপাকে পড়েছে সাহেব।

সাহেবের কথায়, “গোয়া স্পোর্টস ফাউন্ডেশন’ এখন আর আমাকে স্পনসর করে না। তাতেই কিছুটা অসুবিধা হচ্ছে। সামনে এশিয়ান গেমসের কোয়ালিফার। কিন্তু তার জন্য প্রস্তুতির জন্য নিয়মিত ভালো মানের খাবার, ভালো জুতোর প্রয়োজন।” দৃষ্টি শক্তিহীন সাহেব বর্তমানে এশিয়ান গেমসের জন্য প্রস্তুতি নিলেও তার আসল লক্ষ্য ২০২৪ অলিম্পিক। তার মতে, “সামনের পথ আরো কঠিন হবে। তবে জানিনা এইভাবে কতদিন চালিয়ে যাওয়া সম্ভব। তাই সবাই এগিয়ে এলেই এই পথ চলা আরো সহজ হবে। সামনের এশিয়ান গেমস ও অলিম্পিকে দেশের হয়ে পদক জয়ই আমার একমাত্র লক্ষ্য।” পরিস্থিতির শিকার সাহেবের খেলাধুলার ভবিষ্যৎ নির্ভর করছে তার পরবর্তী স্পনসরের ওপর। নাহলে এভাবেই অযত্ন হারিয়ে যাবে দেশের এক জ্বলন্ত প্রতিভা।
সাহেব হুসেনের পাশে থাকতে যোগাযোগ করুন – 8617763345







































Discussion about this post