ছোলার ডালের ওপর আলপিনের সাহায্যে ৫০ সেকেন্ডএরও কম সময়ে ৭ এমএম X ৪ এম এম মাপের শিবলিঙ্গের প্রতিকৃতি ফুটিয়ে ইন্ডিয়া বুক্ অফ্ রেকর্ডসে স্থান করে নিলেন অভিষেক মোদক। পশ্চিম বর্ধমানের বরাকরের বাসিন্দা ১৭ বছরের অভিষেক। তাঁর পরবর্তী লক্ষ্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের খাতায় নিজের নাম নথিবদ্ধ করা। বরাকরের ৬৯ নং ওয়ার্ডে বাড়ি অভিষেকের, বাবা রঞ্জিত মোদক একজন হোটেল ব্যবসায়ী।
কুলটির প্রিয়দর্শিনী পাবলিক স্কুল থেকে অভিষেক সদ্য মাধ্যমিক দিয়েছেন। ছোট থেকেই তাঁর শখ ছবি আঁকা। ক্লাস ওয়ান থেকেই ছবি আঁকা শিখেছেন শিক্ষক আদিত্য সরকারের কাছে। চলতি বছরের ২২ ফেব্রুয়ারী রাতে অভিষেক মোদকের প্রচেষ্টা ইন্ডিয়া বুক অফ্ রেকর্ড কর্তৃপক্ষ নথিভুক্ত করে নিশ্চিত করে। অভিষেক ‘ডেইলি নিউজ রিলকে বলেন, “ছোট থেকেই কিছু একটা করব, এরকম ভাবনা ছিলো মাথায়। ছবি আঁকার শখ আমার, এখনও শিখছি আমি। তবে শেষ পর্যন্ত আমার নাম যে ইন্ডিয়া বুক অফ্ রেকর্ডে উঠবে, তা আমি সত্যিই ভাবতে পারিনি।” সৌরভ আদক, অঙ্কুর সামন্ত, সানি পাসওয়ানের মতো রেকর্ড গড়া বেশ কিছু গুণী শিল্পীর সান্নিধ্য তাঁকে অনুপ্রেরণা জুগিয়েছে বলেও জানান অভিষেক মোদক।
Discussion about this post