আপামর বাঙালি চাতকের মতো চেয়ে শুধু বৃষ্টির দিকেই। চলছে গরমের ভীষণ তান্ডব। নীলের বুকে মেঘের খোঁজ, বৃষ্টির দেখা নেই। তবে মন সন্ধানী হলেই যত্রতত্র ছড়িয়ে দেখা যাবে স্মৃতির খন্ড চিত্র। অন্তরের প্রান্তর জুড়ে কষ্টের তুমুল ধারাপাত। এমনই বক্তব্য নিয়ে সৌম্যদীপ রায় প্রকাশ করেছেন তাঁর প্রথম পেশাদার পর্যায়ের গান – ‘বৃষ্টি আজ আগলে তোমায়’। দীর্ঘদিনের সঙ্গীত চাষের ফসল হিসেবে প্রথম নবান্ন। আর সেই প্রথম পেশাদার রিলিজেই গান পাগল শ্রোতাদের মন ছুঁয়েছেন সৌম্যদীপ।
সৌম্যদীপের অ্যাস্ট্রোরিফ প্রোডাকশনের সৌজন্যে গানটির মিউজিক অ্যারেঞ্জ করেছেন সুগত রায় পালোধি। গানের মেজাজ মেনে এ সি প্রোডাকশন উপহারে দিয়েছে যোগ্য ভিডিওগ্রাফি। বৃষ্টিকে জড়িয়ে গানের ভাবনা কেন? এই নিয়ে প্রশ্ন রাখতে, পরীক্ষামূলক বাংলা সঙ্গীতের একনিষ্ঠ সাধক সৌম্যদীপ, প্রকৃতি ও অন্তরকে মিশিয়ে দিয়েছেন উত্তরে। গানটি অবগুন্ঠিত আবেগ ও অনুভূতির সুরেলা প্রকাশ। সূচনায় বৃষ্টির জন্য আকুলতা থাকলেও পরবর্তীতে মনের বারিধারাই ব্যক্ত, বললেন গায়ক।
সঙ্গীতকেই ধ্যান-জ্ঞান করে যাত্রা শুরু সৌম্যদীপের। ব্যবসায়িক সাফল্যের হাতছানিকে উপেক্ষা করে মৌলিক সঙ্গীত সাধনাই গায়ক, গীতিকার ও সুরকার সৌম্যদীপের বৈশিষ্ট্য। ‘অল্টারনেটিভ রক’ ধারার গানটি ইতিমধ্যেই সাড়া ফেলেছে ইউটিউব প্রকাশের সঙ্গে সঙ্গেই। গানটি সবকটা অগ্রণী মিউজিক প্ল্যাটফর্ম, যেমন- স্পটিফাই, গানা প্রভৃতিতে উপলব্ধ। মানুষের স্বতঃস্ফূর্ত ভালোবাসার হাত ধরে গান ছড়িয়ে পড়ুক, কামনা সৌম্যদীপের। গায়কের বিশ্বাস, ‘বৃষ্টি আজ…’ শ্রোতা মনের রুক্ষ মাটি ভেজাবে সুর, কথা ও গায়কীর রিমঝিমে।
Discussion about this post