শহর জুড়ে যেন প্রেমের থুড়ি শীতের মরশুম। আর শীতের হালকা আমেজে শহর জুড়ে পায়ে হেঁটে কলকাতা দেখার আনন্দই অন্যরকম! এই উদ্যোগ নিয়েই এগিয়ে এলেন ‘চলো যাই হাওয়া বদলাই’ ফেসবুক ভ্রমণ গ্ৰুপ।
“ইতিহাসের অলিন্দে হেরিটেজ ওয়াক” ছিল ভ্রমণ উদ্যোগটির মূল থিম। গত ১৮ ডিসেম্বর ফেসবুক খ্যাত ভ্রমণ গ্ৰুপটি তাদের প্রথম পর্বের পথ চলা শুরু করেন। এই গ্ৰুপের অনেক ভ্রমণ পিপাসুই যোগ দিয়েছিলেন এদিনের “বৌবাজার ওয়াক পার্ট ১” এ। কলকাতার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বহু ইতিহাস এবং ঐতিহ্য। “তুমিও হেঁটে দেখো কলকাতা”, আসলে কলকাতা নামটার মধ্যে এক অদ্ভুত নস্টালজিয়া কাজ করে বাঙালিদের মধ্যে। আর উত্তর কলকাতা মানেই ইতিহাস যেন লেখা আছে প্রতি সরু গলির দেওয়ালে দেওয়ালে। আর এই হেরিটেজ ওয়াকের মূল উদ্দেশ্যই কলকাতার ইতিহাসকে মেলে ধরা সাধারণ মানুষের কাছে।
এই পথ চলায় ছিল কলকাতার নানা ঐতিহ্যবাহী স্থান দর্শন। যেমন কলকাতার সুপ্রাচীন চার্চ থেকে কালী এবং শিব মন্দির, এশিয়ার প্রাচীনতম পশুদের হাসপাতাল, উইলিয়াম কেরির চার্চ এবং আরও কত কী! তবে কোনোটাই খালি পেটে না। এতোখানি হাঁটতে গেলে অবশ্যই শক্তির প্রয়োজন। তাই জলখাবারের আয়োজনও ছিল জমজমাটি। তবে শুধুই ঘুরলাম আর ঐতিহাসিক স্থান দর্শন করে নিলাম, এ তো হয় না! সঠিক ভাবে তথ্য এবং তত্ত্ব বুঝিয়ে দেওয়ার জন্য মানুষ চাই। তাই গাইড হিসাবে ছিলেন হেরিটেজ ব্লগার সলিল হোড়। মাথা পিছু ওই ৩০০ টাকায় এই পথ চলতি পিকনিক যোগে ঘোরা সম্পন্ন হয়েছে প্রথম পর্ব। শরীরে শীতের রোদ মেখে, ঐতিহ্য এবং ইতিহাসের ঘ্রাণ নিতে নিতেই বেশ কিছু মানুষ সাক্ষী রইলেন এক অদ্ভুত ভালো লাগার।
Discussion about this post