মানসিক অবসাদ আর সকালের চা, দুইই সমান হয়ে উঠছে দিনদিন। ফলত ডিপ্রেশন থেকে শুরু করে মৃত্যু আজকাল নিত্যযাত্রা। খুচরো পয়সার মত জীবন সহজে এলোমেলো হয়ে যায়। তেমনি হঠাৎই এলোমেলো হয়ে গেছে একটি পরিবার। পরিবারের কর্তা সঞ্জীব কুমার দাস। গত সোমবার সকালে বেরিয়েছিলেন রোজকার কাজে। কিন্তু তারপর তিনি এখনো অবধি বাড়ি ফেরেননি। পেশায় আসবাবপত্রের ব্যবসায়ী সঞ্জীববাবু। সুতরাং, রোজই তাকে বেরোতে হতো নানান কাজে। নির্দিষ্টভাবে যাওয়ার ঠিকানা ছিল না। টাকা আদায় অথবা মালপত্র কেনার কাজে তাকেই ছুটতে হতো। তবে ইদানিং কালে ব্যবসায় মন্দা দেখা দেওয়ায় চিন্তায় মগ্ন থাকতেন তিনি। এমনটাই জানিয়েছেন তার ছেলে কৌশিক।
বাড়ির লোকের সন্দেহ নেই কিছুতে। তারা স্বাভাবিকভাবেই হতাশাগ্রস্ত। কাল ঠিক সকাল থেকে নিখোঁজ সঞ্জীববাবু। মাঝ বয়সি এই ভদ্রলোকের পরনে ছিল কালো প্যান্ট, হাফ হাতা সবুজ সোয়েটারের ওপর কালো কোট। যদিও ইতিমধ্যে তার পরিবার থানায় ডায়েরি করেছে। তবু নিশ্চয়তার বড়ো অভাব।
মানসিক চাপ মানুষকে কতটা চাপে ফেলতে পারে তা আজকের দুনিয়ায় কারোরই অজানা নয়। সচেতন থাকুন আপনার পাশের মানুষদের নিয়ে। আর উপরোক্ত বর্ননা মিলিয়ে কেউ যদি তার খোঁজ পান তবে অবশ্যই 6290407817 নম্বরে জানাবেন।
Discussion about this post