বাংলাদেশ থেকে ভারতে পা রেখেই নিখোঁজ হলেন বাংলাদেশের বৃদ্ধ। তামজিদ বিন আলমের বাবা মহম্মদ মাহবুবুল আলম(বাদল)। সঙ্গে ছিলেন স্ত্রী। বাংলাদেশ থেকে তাঁর পুত্র তামজিদ বাবাকে খোঁজার চেষ্টা করছেন পাগলের মত। তাঁর ভিসা সংক্রান্ত জটিলতার জন্য তিনি বাংলাদেশ থেকে ভারতে আসতে পারছেন না।
বাবা সম্পর্কে সমস্ত তথ্য তামজিদ তুলে দিয়েছেন ডেইলি নিউজ রিলের হাতে। ২৭ এপ্রিল, শুক্রবার আনুমানিক বিকেল ৪ টের থেকেই তিনি মূলতঃ নিখোঁজ। তিনি নিখোঁজ হয়েছেন হাওড়া স্টেশন থেকে। ভদ্রলোকের বয়স ৬৯ বছর। নিখোঁজ হওয়ার সময় তাঁর পরনে ছিল সাদা শার্টের উপর হালকা ধূসর রঙের কোট এবং কালো প্যান্ট। বাংলাদেশের বগুড়া জেলা থেকে কলকাতা বেড়ানোর জন্য এসেছিলেন তিনি। সঙ্গে পাসপোর্ট এবং টাকাপয়সা ছিল স্ত্রীয়ের ব্যাগে। তাই এই মুহূর্তে তিনি সম্পূর্ণ একা, টাকাপয়সাহীন এবং পরিচয়পত্রহীন।
কোনো সহৃদয় ব্যক্তি ভদ্রলোকের খোঁজ দিতে পারলে তাঁর পুত্র এবং স্ত্রী ভীষণভাবে উপকৃত হবেন। তামজিদ অসহায় হয়ে তাঁর সোশ্যাল মিডিয়া সহ অন্যান্য মানুষের কাছে লিখেছেন, “কেউ কি আছেন খুঁজে দিতে পারবেন। আর যদি কেউ দেখে থাকেন প্লিজ এই হোয়াটসআপ নম্বরে জানাবেন- +8801830352567।” স্বামী কে হারিয়ে অসহায় স্ত্রী এবং বাবাকে হারিয়ে অসহায় ছেলের সাহায্যপ্রার্থনা কেউ শুনে থাকলে দয়া করে সাহায্য করবেন।
Discussion about this post