করোনার জেরে গত ৬ মাস ধরে দিনগুলো কেমন যেন চাকার মতোই অযথা পিষে গিয়েছে আমাদের। অসংখ্য মানুষ সামিল হয়েছেন মৃত্যুমিছিলে, ক্রমাগত আতঙ্কে শিউরে উঠেছে দেশবাসী। এবার এই শঙ্কার মেঘ কাটিয়েই নতুন সূর্য উঠল আজ সকালে। জানা যাচ্ছে আজই দেশে উল্লেখযোগ্য হারে কমেছে করোনায় মৃত্যুর হার। বর্তমানে দেশে করোনায় মৃত্যুহার ১.৬৪ শতাংশ যা গত দুদিন আগে ছিল ১.৬৭ শতাংশ।
পাশাপাশি আশা জোগাচ্ছে দেশের সুস্থতার হারও। এদিন সকালে স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সারা দেশে এখনও পর্যন্ত ৩৭.৮০ লক্ষের মতো মানুষ করোনার প্রকোপ কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৭৭ হাজার ৫১২ জন। বর্তমানে সারা দেশে সুস্থতার হার ৭৮ শতাংশ,যা গত বৃহস্পতিবার ছিল ৭৭.৭৭ শতাংশ।
ধীরে ধীরে সেরে উঠছে আমার আপনার তিলোত্তমাও। এখনও পর্যন্ত কলকাতাতেই মোট করোনায় আক্রান্ত হয়েছিলেন ৪৬ হাজারের বেশি মানুষ। কিন্তু সুখবর এই যে তাদের মধ্যে প্রায় ৪১ হাজার রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। প্রিয় শহরে একদিনেই সুস্থ হয়ে উঠেছেন ৫২০ জন। এই পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ৪০ হাজার ৯৫৫ জন৷ এই মূহুর্তে শুধু কলকাতায় করোনায় আক্রান্তের সংখ্যা ৪ হাজার ১৬০ জন। যা গতদিনের তুলনায় মাত্র ৯ জন বেশি৷ নিদারুণ খারাপ সময়ের মধ্যেও ফের চেনা ছন্দে ফিরতে শুরু করেছে প্রিয় দেশ।
কভার ছবি – সুমি ঘোষ
Discussion about this post