ফেসবুকে ‘স্বপ্নসাঝি’ নামে গ্রুপ ছিল আগেই। গত দু’বছর ধরে ফেসবুক বাসীকে নানা বিনোদনের মাধ্যমে ভরিয়েও রেখেছিল সে গ্রুপ। ইদানীং লক ডাউনের মাঝে আরও নতুন কিছু বিনোদনের ভান্ডার উপহার দিতে এক অভিনব উদ্যোগ নিলেন তাঁরা। ঠিক যেমন রেডিও বা এফএমে হয়, তেমন ভাবেই অনলাইনে ফেসবুক গ্রুপটির মাধ্যমে অনুরোধের আসর খুলে বসেছেন তাঁরা। ‘গুড মর্নিং স্বপ্নসাঝি’ নামক এই অনুষ্ঠানে শ্রোতারা সরাসরি তাদের পছন্দের গান বা আবৃত্তির অনুরোধ রাখতে পারেন। অনলাইন মাধ্যমে লাইভ অনুষ্ঠানটির পোস্টের নিচে কমেন্ট করে তাদের পছন্দের কথা জানাতে পারেন শ্রোতারা। সাধারণতঃ সকাল ১০টা নাগাদ ‘স্বপ্নসাঝি’র ফেসবুক গ্রুপে সরাসরি সম্প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠানটি।
গ্রুপটির এক অন্যতম সদস্য মনিকা দেবীর কথায়, তাঁরা ইতিমধ্যেই অভূতপূর্ব সাড়া পেয়েছেন। প্রায় প্রতিদিন বিভিন্ন শ্রোতাদের নানা আব্দার মেটাচ্ছেন তাঁরা। এছাড়াও শ্রোতাদের মধ্যে বেশ কিছুজন সরাসরি অংশগ্রহন করে অনুষ্ঠানটির হালও ধরেছেন। ‘গুড মর্নিং স্বপ্নসাঝি’ ছাড়াও প্রতিদিন রাত ১১ টায় ‘সুরের ভেলা’ নামের একটি অনুষ্ঠানও হচ্ছে এই ফেসবুক গ্রুপটিতে। বিভিন্ন প্রখ্যাত সুরকারের জীবন কাহিনী ও তাঁদের গানও উপহার পাচ্ছেন শ্রোতারা। প্রায় সারাদিন ধরেই আরও নানা অনুষ্ঠান চলছে ‘স্বপ্নসাঝি’ গ্রুপে। এছাড়াও আগামী ২৫ বৈশাখ উপলক্ষ্যে সারাদিন বিভিন্ন ভিডিওর মাধ্যমে নাচ-গান-আবৃত্তি উপহার দেওয়ার কথাও ভাবছেন তাঁরা।
Discussion about this post