এই নিরন্তর প্রতিযোগিতার ইঁদুর দৌড়ে ছুটতে ছুটতে মানুষের নিজেকে দেওয়ার মতো সময় কোথায়? কালের নিয়মে ঠাকুমা- দিদিমারাও হারিয়ে গিয়েছেন, যাদের কোলে মাথা রেখে দু-দন্ড শান্তি পাওয়া যেত। যাদের রূপকথার গল্পে ঘুম আসতো নিমেষে। কিন্তু বয়স বাড়তেই রূপকথা কখন যে কঠিন বাস্তব হয়ে উঠেছে তা বুঝেই উঠতে পারিনা আমরা। ঠিক এরকম এক সময়ের বুকে দাঁড়িয়েই আর মাত্র ৪৮ ঘন্টা পরেই মুক্তি পেতে চলেছে ডা: প্রদীপ কুমার দাস ও ঈশিতা দাসের অণুগল্পের সংকলন ‘গল্পাণু’।
অল্পকথায় গল্প শুনিয়েছেন তারা। মাত্র ৫০ শব্দে ‘গল্পাণু’র হাত ধরে আপনার মগজে পৌঁছে যাবে কিছু গল্প, আর তারপর ভাবার দায়িত্ব আপনার। ডেইলি নিউজ রিলকে ডা: প্রদীপ কুমার জানা জানালেন, ‘গল্পাণু’ প্রকাশ নিয়ে তিনি বেশ আশাবাদী। তাঁর ভাষায়, “শ্রীরামপুরের মত একটি শহরতলি থেকে এই ভাবনা মাথা চাড়া দিয়ে উঠেছে এবং অণুগল্প নিয়ে কাজ বিশেষ চোখে পড়েনা। সম্পূর্ণ নতুন সাজে নতুন ধাঁচের স্বাদ পেতে পড়তে হবে ‘গল্পাণু’। আগামী ৪ অক্টোবর শ্রীরামপুরের টাউন হল থেকে প্রকাশ পাওয়ার পর ‘গল্পাণু’ পাওয়া যাবে কলেজ স্ট্রীট এবং শ্রীরামপুর শহরের নির্দিষ্ট কিছু জায়গায়। অল্প কথার গল্প বই ‘গল্পাণু’র দাম মাত্র ৮০ টাকা।
Discussion about this post