“গত মাসে আপনার ইলেকট্রিক বিল আপডেট হয়নি। তাই আজ রাত ৯ঃ৩০ সময়ে আপনার বাড়ির বিদ্যুতের লাইন কেটে দেওয়া হবে। এক্ষুনি যোগাযোগ করুন আমাদের সঙ্গে।” হোয়াটসঅ্যাপে আসা এই মেসেজ দেখে একটুও আতঙ্কিত হওয়ার কারণ নেই। কারণ আপনি যদি এই ফাঁদে পা ফেলেন তাহলে আপনার সম্পত্তির দরজা ‘খুল যা সিম সিম’ হয়হে যাবে অনলাইন দস্যুদের কাছে।
ইতিমধ্যেই এই মেসেজ দেখে আতঙ্কিত হয়ে অনেকেই যোগাযোগ করে ফেলেছেন প্রতারকদের সঙ্গে। ফোনের ওপার থেকে ‘এনি ডেস্ক’ সফটওয়্যার ইনস্টলের নির্দেশ আসছে। এই ধরনের সফটওয়্যার মূলতঃ রিমোট এক্সেসের ক্ষেত্রে কাজে লাগে। সেই প্রযুক্তিকে কাজে লাগিয়ে আপনার ডেক্সটপ কম্পিউটার থেকে পাসওয়ার্ড সহ অন্যান্য তথ্য হাতিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করছে জালিয়াতরা।
ইতিমধ্যেই সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশের হাতে ধরা পড়েছে কয়েকজন। কিন্তু এই অপরাধ র্যাকেটের মূল পান্ডা সহ বাকিরা অধরা। আশা করা হচ্ছে, বাকিরাও ধীরে ধীরে পুলিশের জালে ধরা দেবে। প্রশাশন এবং রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার তরফেও এরকম ফাঁদে পা না দেওয়ার জন্য বারবার সতর্ক করা হচ্ছে।
Discussion about this post