শুধু মানুষই নয়, করোনার শিকার হল এবার বাঘও! বিশ্বের প্রথম সংক্রামিত পশু হিসাবে এবার করোনার থাবা পড়ল ‘নাদিয়া’র উপর। নাদিয়া নিউইয়র্কের ব্রনক্স চিড়িয়াখানার বাসিন্দা একটি মালয়েশীয় বাঘিনী। গত বেশ কিছুদিন ধরেই শুকনো কাশির সঙ্গে জ্বর আসে নাদিয়ার। সেই সঙ্গে অসুস্থ হয়ে পড়ে নাদিয়ারই প্রতিবেশী আরও তিনটি বাঘ এবং দুটি সিংহ। সন্দেহ বশে করোনা পরীক্ষা করানো হয় তাদের। তখনই একমাত্র পজিটিভ ফলাফল আসে নাদিয়ার। করোনায় আক্রান্ত বিশ্বের প্রথম পশু হিসাবে খাতায় নামও তুলে ফেলে সে।
১৮৯৯ সালের ৮ নভেম্বর, নিউ ইয়র্কের ব্রনক্সে স্থাপিত হয় এই চিড়িয়াখানা। গত ১৬ মার্চ থেকেই জনসাধারণের প্রবেশ বন্ধ ছিল চিড়িয়াখানাতে। এটির তত্ত্বাবধানে থাকা ‘ওয়াইল্ড লাইফ কনজারভেসন সোসাইটি’র বক্তব্য অনুযায়ী, এর আগে সাধারণতঃ পেটের সমস্যা ছাড়া আর কোনও অসুস্থতার সম্মুখীন হয়নি চিড়িয়াখানার পশু-পাখিরা। বিভিন্ন পশু-চিকিৎসকদের কড়া নজরদারির মধ্যেও কীভাবে বাঘের প্রজাতি করোনা সংক্রামিত হল, তা যদিও এখনও অজানা। তবে সমস্যার সমাধান এবং নাদিয়ার দ্রুত সুস্থতা কামনায় সম্পূর্ণভাবে সচেষ্ট তাঁরা। ইতিমধ্যেই তার চিকিৎসাও শুরু হয়ে গিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, পরীক্ষার পর বাঘটির করোনা আক্রান্ত হওয়ার খবর প্রথম নিশ্চিত করে ‘ইউএসডিএ’-এর ‘ন্যাশানাল ভেটেরিনারি সার্ভিসেস ল্যাবরেটরি’। এই পরীক্ষা থেকে নতুন কিছু তথ্য উঠে এলে তা মানুষের চিকিৎসার ক্ষেত্রেও দিতে পারে নতুন আলোর হদিশ।







































Discussion about this post