করোনা আতঙ্কে লকডাউন প্রায় সারা বিশ্ব। সোশ্যাল মিডিয়া হোক বা টেলিভিশনের পর্দা, একের পর এক সচেতনতামূলক বার্তা চোখে পড়ছে। এরই মধ্যে সচেতনতা বাড়াতে এক অভিনব উদ্যোগ নিতে চলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার সঙ্গে যৌথভাবে একটি ভিডিও ক্যাম্পেন করার প্রস্তাব রাখা হয়েছে হু’র তরফে। ‘পাস দ্য মেসেজ টু কিক আউট করোনা ভাইরাস’ নামক এই ক্যাম্পেনটির মাধ্যমে মানুষের সুরক্ষার জন্য পাঁচটি নির্দেশ মেনে চলার কথা জানিয়েছে হু। সেগুলি হল- ১) বারবার হাত ধোয়া, ২) মুখে হাত চাপা দিয়ে হাঁচি বা কাশি, ৩) বারবার চোখ-নাক-মুখ স্পর্শ না করা, ৪) মানুষের থেকে দূরে থাকা এবং ৫) বাড়িতে ‘কোয়ারেন্টাইন’ থাকা। এই ক্যাম্পেনে বিশ্বের কিছু বিখ্যাত ফুটবলার সচেতনতার বার্তা রাখবেন সাধারণ মানুষের কাছে।
ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বার্তাগুলি পৌঁছে দেওয়ার ব্যাপারে বিশেষ উদ্যোগ নিয়েছেন। সুইজারল্যান্ডের জেনেভাতে ক্যাম্পেনটির সূচনার দিনে একথা জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক ড. টেড্রোস আদহানম ঘেব্রেসিয়াস। তিনি আরও জানান, ফিফার মতো একটি বিশ্ব ফুটবল সংস্থা করোনা ভাইরাস প্রতিরোধে যেভাবে এগিয়ে এসেছে তাতে তিনি আপ্লুত। অ্যালিসন বেকার, বুফো, ক্যাসিয়াস, সুনীল ছেত্রী, মিরোস্লাভ ক্লোসে সহ মোট ২৮ জন ফুটবলার এই ক্যাম্পেনটিতে অংশগ্রহণ করতে চলেছেন। হু’র ‘গুডউইল অ্যাম্বাসেডর’ তথা লিভারপুল ও ব্রাজিলের গোলকিপার অ্যালিসন বেকার এই উদ্যোগটির সাধুবাদ জানিয়েছেন।
এই তথ্যচিত্রমূলক ভিডিওটি ফিফার ডিজিটাল মাধ্যমগুলিতে মুক্তি পেতে চলেছে। ফিফার তরফে হু’র বার্তাগুলি জনসাধারণের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়ার জন্য ২১১টি ফিফা সদস্য সমিতি ও মিডিয়া এজেন্সিকে একটি গ্রাফিক্স টুলকিটও দেওয়া হবে। বিশ্বের সমস্ত ফুটবলার সহ সাধারণ জনগণকে এই উদ্যোগে পাশে থাকার অনুরোধও করেন ফিফা প্রেসিডেন্ট। ইতিমধ্যেই পৃথিবীকে করোনা মুক্ত করতে গড়ে ওঠা কোভিড-১৯ সংহতি প্রতিক্রিয়া তহবিলে ১০ মিলিয়ন ডলার দান করার প্রতিশ্রতিও দিয়েছে ফিফা।
Discussion about this post