দেশ জুড়ে লকডাউনের প্রকোপে বিভিন্ন প্রান্তে আটকে লক্ষাধিক পরিযায়ী শ্রমিক। তাদের পাতে ভাত নেই, মাথায় ছাদ নেই, মালিকেরা বেতন দিচ্ছেনা। তার ওপর সদ্য হওয়া আমফান ঝড়ে বিধ্বস্ত বাংলা। নতুন ভাবে বাংলাকে গড়ার জন্য অনেকটাই অর্থের দরকার। বিপদে মানুষের পাশে এগিয়ে এল এক ফেসবুক গ্রুপ, যাদের নাম ‘আঁকিয়েদের আড্ডা’। ইতিমধ্যেই গ্রুপে রয়েছেন প্রায় ১১ হাজার মানুষ। নিজেদের সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষকে সাহায্য করতে ‘আঁকিয়েদের আড্ডা’র ব্রহ্মাস্ত্র #আর্টেনির্ভর।
গ্রুপে শিল্পীরা আঁকছেন এবং শিল্পানুরাগীরা আঁকাচ্ছেন। পারিশ্রমিকের পুরোটাই চলে যাচ্ছে ‘মাইগ্র্যান্ট ওয়ার্কার্স সলিডারিটি’ নামক এক স্বেচ্ছাসেবী সংস্থার কাছে। এই সংস্থা ভূ-ভারত অন্ততঃ ৫০ হাজার পরিযায়ী শ্রমিকের স্বার্থে দিনরাত খেটে চলেছে।
গ্রুপের তরফে ‘ডেইলি নিউজ রিল’ জানানো হয়েছে এখনো পর্যন্ত উদ্যোগে সঙ্গ দিতে তিরিশেরও শিল্পী এগিয়ে এসেছেন। বহু শুভাকাঙ্খী মানুষ উৎসাহ দিয়েছেন। তারই ফলশ্রুতি হিসেবে তাদের মানুষের পাশে থাকার এই অভিযান এগোচ্ছে সাফল্যের রাস্তায়।
Discussion about this post