কথায় আছে ‘সময়ের সদ্ব্যবহার’। কিন্তু সময়ে সব ইচ্ছেপূরণ একসাথে হয়ে ওঠে না। তবু ইচ্ছে যদি জীবিত থাকে, তা পূর্ণ হতে আটকায় এমন সাধ্য কার? ৮৯ বছর বয়সে গিয়ে পূরণ হয়েছে ইচ্ছে। বয়স একটা সংখ্যা মাত্র তা প্রমাণ করে দিলেন ম্যানফ্রেড স্টেইনার। আমেরিকার বাসিন্দা তিনি। জীবনের পথে এগিয়ে চলেছেন তার অদম্য ইচ্ছেশক্তির জোরে।
৮৯ বছর বয়সে তিনি করলেন পি এইচ ডি। বিষয় ছিল কোয়ান্টাম ফিজিক্স। পাগলের মত জেদ আর অদম্যতার মিশেলে আজ তার এই সন্তুষ্টি। পেশায় তিনি একজন দক্ষ ডাক্তার। তবে ফিজিক্সের প্রতি তার ভালোবাসা আগাগোড়া। সত্তর বছর বয়সে তিনি অবসর নিয়েছিলেন ডাক্তারি থেকে। তারপরেই শুরু তার ফিজিক্স পড়া। এমনকি আন্ডার গ্র্যাজুয়েট ছাত্রদের সাথে বসে ক্লাসও করেছেন তিনি। পিএইচডি ডিগ্রি অর্জন করার জন্য প্রয়োজনীয় কোর্স পর্যন্ত করেছেন ম্যানফ্রেড।
যেন তেন কোনো প্রতিষ্ঠান নয়, এ ডিগ্রি তিনি ছিনিয়ে এনেছেন ব্রাউন ইউনিভার্সিটি থেকে। এমন মানুষদের সমাজে বুঝি পাগলই বলে! সত্তর বছরের ডাক্তারিতে অর্জিত আয়ে যথেষ্ট আরামে দিন কাটাতে পারতেন তিনি। টাকার কোনো অভাব ছিল না। তবে তিনি ছেড়ে দেওয়ার পাত্র নন। একেবারেই নাছোড়বান্দা। নইলে এই বয়সে এসে কিনা কোয়ান্টাম ফিজিক্সে ডিগ্রি অর্জন! তিনি প্রমাণ করেছেন, অসম্ভব বলে আসলে কিছু হয় না। নিজের জেদের প্রয়োগটুকু সঠিক জায়গায় প্রয়োজন।
তথ্য ঋণ – রাউফুল আলম
Discussion about this post