সেভিং ক্রিমের গন্ধ আর কাঁচি চালানোর আওয়াজ! এই দুটি না থাকলে বোঝা দায় আপনি সেলুনে দাঁড়িয়ে। কারণ গোটা সেলুনটি জুড়ে রয়েছে তাকে তাকে সাজানো হাজার বই। ভাবছেন এ আবার নতুন কী! বড় বড় পার্লারে তো কত বই থাকে। না মশাই! ওই রূপের পরিচর্যার হাজার বিউটি টিপস কিংবা ম্যাগাজিন নয়। দর্শন, জ্ঞান, বিজ্ঞান, কল্পজগতের বই কি নেই! দেড়হাজার নানা বিষয়ের বইয়ের সম্ভার। আস্ত লাইব্রেরী বললেও ভুল হবে না। কিন্তু এই ধারণা মাথায় এল কোত্থেকে সেলুন মালিকের?
তামিলনাড়ুর থুটুকুড়ির একটিমাত্র সেলুনেই এই দৃষ্টান্তটি মেলে। সেলুনের মালিক মারিয়াপ্পান ছোট থেকেই বই পড়তে ভীষণরকম ভালোবাসেন। সংসারের চাপে একসময় স্কুল ছাড়তে হয়েছে তাঁকে। তবুও বইয়ের সাথে সম্পর্ক ঘোচেনি। কিন্তু কাজকাম ছেড়ে সারাদিন বই নিয়ে থাকলে পেটের ভাত জুটবে কেমন করে? তাই নিজের তাগিদেই সাজিয়ে ফেলেছেন সেলুনটি বই দিয়ে পরিপাটি করে। শুধু সাজানো নয়, এখানে চুল কাটতে আসা মানুষদের জন্য রয়েছে বিশেষ অফার। দশপাতা বই পড়লেই চুল কাটায় ৩০ টাকা ছাড়।
মারিয়াপ্পান মনে করেন বইয়ের কোনো বিকল্প হয় না। কিন্তু সোশ্যাল মিডিয়া ভিডিও গেমের যুগে পাঠ্যপুস্তক ছাড়া বইয়ের তেমন দরকার পড়ে না কারোরই। এই পরিস্থিতির বদল করতেই এমন অভিনব প্রচেষ্টা। আধুনিক যুগে দাঁড়িয়েএই চিন্তাটি রীতিমতো সাড়া জাগিয়েছে মানুষের মনে। বইপ্রেমী মানুষরা তাঁকে বাহবা না দিয়ে থাকতে পারছেন না।
Discussion about this post