বিগত এক বছরে দাবানলের আগুনে পুড়ে ছাই হয়েছে মাইলের পর মাইল অরণ্য। সেই ধারা অব্যাহত রেখে এবার পালা ইউক্রেনের। জানা গিয়েছে, ইউক্রেনের পূর্বাঞ্চলে লুগানস্ক অঞ্চলে লাগা এই অগ্নিকান্ডের বলি ইতিমধ্যেই ৬ জন। গত সোমবার প্রথম আগুনের শিখা দেখতে পাওয়া যায়। লেলিহান আগুনের শিখা গিলেছে গ্রামাঞ্চলের অন্ততঃ ১০০ টি বাড়ি। পুলিশের প্রাথমিক অনুমান, বেআইনি ভাবে কাঠ কেটে জমিয়ে রাখা হত। অসতর্কতার দরুন সেখান থেকেই হয়তো লেগেছে আগুন।
ইউক্রেনের গৃহমন্ত্রী আর্সেন আরাকভ জানিয়েছেন, এই মুহূর্তে ১২০০ জন উদ্ধার-কর্মী আগুন নেভানোর কাজে লড়াই চালাচ্ছেন। পরিস্থিতির সামান্য হলেও উন্নতি হয়েছে।ইতিমধ্যেই দাবানলের আগুন নেভানোর জন্য আকাশপথে জলভর্তি বিমান দফায় দফায় কাজ করে চলেছে। বিমানবাহিনীর মুখ্য আধিকারিক জানান, প্রাথমিকভাবে আগুনের দাপট কমাতে সফল হলেও, তীব্র বাতাস ও তাপমাত্রা বৃদ্ধির কারণে দাবানল পুনরায় ছড়িয়ে পড়ে। তবে এলাকাটি আংশিকভাবে রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীদের দখলে থাকায় দমকল বাহিনীকে আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। উল্লেখ্য, কিছুদিন আগেই চেরনোবিল এলাকায় লাগা মারাত্মক দাবানলের ধোয়ার মোটা চাদরে ঢেকে গিয়েছিল সেদেশের রাজধানী শহর কিয়েভ।
Discussion about this post