পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় দেউচা পাঁচামী কয়লাখনি প্রকল্পের বিরোধিতায় আজ, ২১ মার্চ ২০২৫, এক মহামিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বীরভূমের দেউচা পাঁচামীতে কয়লাখনি প্রকল্পের বাতিলের দাবিতে জল, জমি, জঙ্গল ও আদিবাসী জনজীবন রক্ষার স্লোগান তুলে প্রায় হাজার খানেক মানুষ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অংশ নিয়েছিলেন। এই প্রকল্প বাস্তবায়িত হলে বিপুল পরিমাণ পরিবেশ ধ্বংস হবে এবং হাজার হাজার আদিবাসীকে উচ্ছেদ হতে হবে। স্থানীয় আদিবাসী জনজাতির ভাষা, সংস্কৃতি, জীবনযাত্রা ও ঐতিহ্য ধ্বংসের আশঙ্কা থেকেই দীর্ঘদিন ধরে এই আন্দোলন সংগঠিত হচ্ছে।
এই মিছিলের উদ্যোক্তা ছিল জল জঙ্গল জমিন ও আদিবাসী বাঁচাও মঞ্চ। সমাবেশে বিভিন্ন গণসংগঠন, পরিবেশ আন্দোলনের সংগঠন, বিজ্ঞান মঞ্চ, মানবাধিকার সংগঠন ও বামধারার বেশ কিছু সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মহিলাদের অংশগ্রহণ এবং যুবকদের সক্রিয় উপস্থিতি ছিল চোখে পড়ার মত। মিছিল ও সমাবেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। দেউচা পাঁচামি প্রকল্পের পাশাপাশি ঠুরগা জলবিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিও তোলা হয়েছে।
এই আন্দোলনকে আরও ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে রাজ্য ও দেশের বিভিন্ন প্রান্তে। বক্তারা বলেছেন, যে এখন পক্ষ নেওয়ার সময়, কারণ প্রকৃতি, পরিবেশ এবং আদিবাসীদের জীবনধারা রক্ষার লড়াইয়ে সকলকে সামিল হতে হবে। পুলিশি দমনপীড়ন ও শাসক দলের নিপীড়নের বিরুদ্ধে সংগঠিত প্রতিরোধ গড়ে তুলতে আহ্বান জানানো হয়। প্রাণ প্রকৃতি ও আদিবাসী সংস্কৃতির অস্তিত্ব রক্ষার এই লড়াই আগামী দিনে আরও বৃহৎ পরিসরে ছড়িয়ে পড়ার প্রত্যয় ব্যক্ত করেন আন্দোলনকারীরা।
Discussion about this post