সবুজে সবুজে যখন হৃদয় কেমন করে ওঠে চোখ চলে যায় অরণ্যে। সবুজের মাঝে মেজাজ আরও ফুরফুরে হয়ে ওঠে। আর এমনই প্রাকৃতিক সৌন্দর্য্যের খোঁজ মিলেছে কলকাতা থেকে সামান্য দূরত্বের মধ্যেই। নদিয়ার রানাঘাটের কাছাকাছি জায়গা দেবগ্রাম। রানাঘাট থেকে মাত্র কিছুক্ষণের পথ গিয়ে পৌঁছেছে দেবগ্রাম অরণ্যে।
এ অরণ্যের এলাকা খুব বিশাল নয় ঠিকই। তবে প্রকৃতি এখানে সেজে উঠেছে নতুন রূপে। সবুজের বিশালতায় হারিয়ে যেতে পারেন দিবাস্বপ্নে। এখানকার গাছগুলোর গঠনের জন্য এ ফরেস্টকে বলা হয়ে থাকে নদিয়ার ম্যানগ্রোভ। শুধু জঙ্গল নয় সঙ্গে রয়েছে দুটো পুকুর। জল স্থল অন্তরীক্ষ একেবারে একসাথে পাওয়া যাকে বলে! কীভাবে পৌঁছে যাবেন এই সুন্দর গন্তব্যে? রানাঘাট স্টেশন থেকে চলে আসতে পারেন পাণ্ডেপাড়া। সেখান টোটো ধরে চলে আসুন দেবগ্রাম অরণ্যে। অথবা বনগাঁ লোকাল ধরে নেমে পড়ুন গাংনাপুর। সেখান থেকেও ধরতে পারেন অটো বা টোটো। আপনি পৌঁছে যাবেন আপনার গন্তব্য দেবগ্রাম অরণ্যে।
অরণ্যে এসে প্রকৃতির থেকে নিয়ে যেতেই পারেন অফুরন্ত সতেজ হাওয়া। তাছাড়াও চাইলে এখানে পিকনিক করতে পারেন। আর ইদানিং ফটোশ্যুট করার অনুমতিও মেলে অরণ্য কর্তৃপক্ষের থেকে। শীতের সময়ে পাখিদের কলতান মাতিয়ে রাখে গোটা অরণ্যকে। সে আরেক অনবদ্য অনুভূতি। সব মিলে প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করার এ সুযোগ হাতছাড়া না করাই শ্রেয়।
Discussion about this post