করোনা আক্রান্তদের জন্য সুখবর। রাজ্যে তৈরি হতে চলেছে প্লাজমা ব্যাঙ্ক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে কলকাতার প্রথম কোভিড-১৯ প্লাজমা ব্যাঙ্ক এখন শুধু সময়ের অপেক্ষা। আপাততঃ কলকাতা মেডিকেল কলেজের মধ্যেই হবে এই ব্যাঙ্ক। চিকিৎসা জগতে ব্লাড ব্যাঙ্কের মত ‘প্লাজমা ব্যাঙ্ক’ও যে অতি গুরুত্বপূর্ণ একটি অংশ হতে চলেছে তা মাথায় রেখেই মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত।
দেশে এবং বিদেশে কোভিড-১৯ ভাইরাস আক্রান্তের জন্য ‘প্লাজমা থেরাপি’ এখন অন্যতম কার্যকর একটি চিকিৎসা হিসাবে ঘোষণা করা হয়েছে। করোনা থেকে সুস্থ হয়ে ওঠা মানুষের প্লাজমা, করোনা আক্রান্তদের চিকিৎসায় বিশেষভাবে কাজে লাগে। এই প্লাজমা তাদের প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে ভাইরাসের সঙ্গে লড়তে সাহায্য করে। দিল্লীতে সংকটজনক অবস্থায় থাকা করোনা আক্রান্ত মানুষজনও প্লাজমা থেরাপির দ্বারা আশার আলো দেখেছেন। এমনকি এই থেরাপির মাধ্যমে তাঁরা ভেন্টিলেটর থেকেও বেরিয়ে এসেছেন। সম্প্রতি কেজরিওয়াল সরকারের এক কর্মীও সামিল হয়েছিলেন এই যুদ্ধে। প্লাজমা থেরাপির সাহায্যে যুদ্ধে জয়ী হয়ে ফেরত এসেছেন তিনিও।
কলকাতায় প্লাজমা ব্যাঙ্ক তৈরি হলে তাতে উপকৃত হবেন রাজ্যের করোনা আক্রান্ত মানুষজন। এই থেরাপির সাহায্যে করোনা যুদ্ধে জয়ী হওয়ার আশা রাখবেন তাঁরাও। তাই কলকাতার নিজস্ব এক প্লাজমা ব্যাঙ্কের সম্মতি জানালেন মুখ্যমন্ত্রী। এছাড়াও কলকাতার ‘ট্রপিকাল স্কুল অফ মেডিসিন’ এবং বেলেঘাটা আইডি হাসপাতালের করোনা সংক্রান্ত যাবতীয় চিকিৎসা ব্যবস্থা উন্নতির লক্ষ্যেও রয়েছে তাঁর নজর, এ কথাও জানান তিনি। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে রাজ্যে করোনা চিকিৎসার যে এক নতুন দ্বার খুলে গেল, এই বিষয়ে আর কোনও সন্দেহই রইল না।
Discussion about this post