নির্যাতনের খবর আজকাল সকালের ব্রেকফাস্টের মত। তাতে আর নতুন কি! আর নির্যাতন শুনলেই ‘নারী নির্যাতন’ এটাই ধরে নেয় সবাই। তবে এমন অনেক নারীই আছে যারা একমাত্র ‘নারী’ হবার সুবিধা নিয়ে জীবন কাটিয়ে যাচ্ছে। আসলে অপরাধের কোনো লিঙ্গ হয় না।
বৃদ্ধা মহিলার নাম দুর্গা বালা মণ্ডল। তার ছেলে পেশায় ছিলেন শিক্ষক। ২০১৪ সালে ছেলে মারা যাওয়ার পর ২০১৭ সালে সেই চাকরি পান তার স্ত্রী। চাকরি পাওয়ার পর পরই দ্বিতীয় বিয়ে করে নেন বৃদ্ধার বৌমা। শাশুড়ির প্রতি ন্যূনতম কর্তব্যটুকুও পালন করেননি তিনি। আর্থিক দিকে সম্পূর্ণ বঞ্চিত হয়েছেন বৃদ্ধা, পাননি একটি টাকাও। অসহায় বৃদ্ধা তাই দ্বারস্থ হন কলকাতা হাই কোর্টের।
বৃদ্ধার এই মামলা গিয়ে পৌঁছায় কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। বিচারক অভিজিবাবু ইতিমধ্যেই তার বৌমাকে নির্দেশ দিয়েছেন তিন দিনের মধ্যে বৃদ্ধার প্রাপ্য টাকা ফিরিয়ে দেবার জন্য। আর সেই সঙ্গে যথেষ্ট ভর্ৎসনা ছুঁড়ে দেন সেই মহিলাকে। তিনি বলেন, “আপনার মানসিকতা এইরকম হলে ছাত্রদের কি শিক্ষা দেবেন? আমার হাতে ক্ষমতা থাকলে আপনার চাকরি কেড়ে নিতাম আমি।” বর্তমানে অভিযুক্ত মহিলা পশ্চিম মেদিনীপুরের এক স্কুলে কর্মরতা। বকেয়া টাকা দেবার নির্দেশ তো সে পেয়েইছে। সেই সাথে জীবনের পথে চলার উচিৎ শিক্ষা পেয়েছে বলেও ধরে নেওয়া যেতে পারে। এই কেসের পরবর্তী শুনানির দিন আগামী ১১ জানুয়ারি ধার্য করা হয়েছে।
Discussion about this post