করোনা ভাইরাসের আতঙ্ক এই মুহূর্তে বিশ্ব জুড়ে। বিশ্বের প্রায় অধিকাংশ দেশেই করোনা আক্রান্তের হার নিয়মিত বেড়েই চলেছে। এরই মধ্যে এক চিলতে আশার আলো দেখা যাচ্ছে। তথ্য অনুযায়ী ৮৪ হাজারেও বেশি মানুষ এই ভাইরাসের সংক্রমণ থেকে সেরে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। মার্কিন মুলুকে ইউনিভার্সিটি অফ মেডিসিনের অধ্যাপক জনস হপকিন্সের করা এক করোনা ভাইরাস ট্র্যাকারে দেখা গিয়েছে, এখনও অবধি মোট দুই দুই লক্ষেরও বেশি লোক আক্রান্ত হয়েছেন। যদিও তার মধ্যেই ৮৪ হাজার মানুষ এই ভাইরাসের হাত থেকে সুস্থ হয়ে ফিরেছেন। এখনও পর্যন্ত প্রায় নয় হাজারের কাছাকাছি মানুষের প্রাণ কেড়েছে এই মারণ রোগ। বিশেষ করে বয়স্কদের কাছে এই ভাইরাস প্রায় হুমকিস্বরূপই বলা চলে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবী অনুযায়ী, যাদের খুব অল্প অসুস্থতার অভিজ্ঞতা আছে তারা খুব সহজেই সেরে উঠেছেন এই ভাইরাসের সংক্রমণ থেকে। আবার যারা মারাত্মক অসুস্থতায় ভোগেন, তাদের সুস্থ হতে প্রায় ছয় সপ্তাহ বা তার বেশি সময়ও লেগে যাচ্ছে।
তবে সংক্রমণটি শুরু হয়েছে যেখানে সেই চিনে এখনও সেরে উঠেছেন ৫৭ হাজারেরও বেশি লোক। সম্প্রতি ইতালিতেও ৩৫ হাজার আক্রান্তের মধ্যে চার হাজার মানুষের সুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। সব থেকে জরুরি কথা, দ্রত পর্যবেক্ষণ ও চিকিৎসার সাহায্যে এই সংক্রমণ আটকানো ও আক্রান্ত ব্যক্তিদের সুস্থ হওয়া দুই-ই সম্ভব। এমনটাই জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখ্য পরিচালক টেড্রোস অ্যাডানম গ্রাবিয়েসাস। তাই সংক্রমণ রুখতে অযথা আতঙ্কিত না হয়ে বিশেষজ্ঞদের পরামর্শ মেনে চলা দরকার। দরকার সঠিক চিকিৎসারও।
Picture Courtesy – La Tribune
Discussion about this post