অত্যন্ত দ্রুত সংক্রমণ ক্ষমতা সম্পন্ন মারণ রোগটি এই মুহূর্তে গোটা পৃথিবীর কাছে একটি ত্রাস। বিশেষজ্ঞরা জানিয়েছেন, করোনা সংক্রমণকে রুখে দেওয়ার প্রাথমিক উপায় হল সামাজিক দূরত্ব বজায় রাখা। তাই গত রবিবার গোটা ভারত ব্যাপী জনতা কারফিউ জারি করা হয়। পরবর্তীতে একটি দীর্ঘমেয়াদী লকডাউন জারি করা হয়।
একটি মজার ব্যাপার ঘটেছে রবিবার জনতা কারফিউর দিন। বিশ্বব্যাপী সেই ত্রাসকেই সাদরে বরণ করে নিলেন উত্তরপ্রদেশের একটি পরিবার। উত্তরপ্রদেশের গোরক্ষপুরে স্থানীয় জেলা হাসপাতালে প্রসব বেদনা নিয়ে ভর্তি হন এক মহিলা। তিনি কন্যাসন্তানের জন্ম দেন। জনতা কারফিউর দিন জন্ম বলে পরিবার শিশুটির নাম রাখে ‘করোনা’। স্থানীয় সূত্রে জানা গেছে, মা ও সন্তান দু’জনেই সুস্থ আছেন। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গোরক্ষপুরে সোগাহুরা গ্রামে।
Discussion about this post