বিশ্বব্যপী করোনার দাপটের জেরে গত কয়েকমাস ধরে বদলে গিয়েছে আমাদের চেনা পৃথিবীটা। মহামারীর কারণে দেখা দিয়েছে তীব্র অর্থাভাবও। দীর্ঘদিন বন্ধ রেলের চাকা, বন্ধ স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয়। এহেন অবস্থায় বড়সড় প্রশ্নের মুখে দাঁড়িয়ে দেশের শিক্ষাব্যবস্থা। চলছে অনলাইনে পঠন-পাঠন। অর্থাৎ স্মার্ট ফোন, কম্পিউটার বা ভালো নেটওয়ার্ক পরিষেবা না থাকলে থমকে যেতে পারে শিশুর লেখাপড়া।
এই পরিস্থিতিতে বাচ্চাদের পড়াতে অভিনব উদ্যোগ নিলেন ছত্তিশগড়ের শিক্ষক অশোক লোধি। আশেপাশের গ্রামের পড়ুয়াদের জন্য তিনি শিক্ষাকে করে তুললেন আরও আকর্ষণীয়, আরও চমকপ্রদ। ছত্তিশগড়ের কোরিয়া জেলার বাসিন্দা অশোকবাবুর মোটরসাইকেলের সঙ্গে বাধা থাকে টিভি এবং স্পিকার। এগুলির মাধ্যমেই তিনি বাচ্চাদের পড়ান। ঘুরে ঘুরে পড়ান বলে তার এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘মহল্লা ক্লাস’। তিনি জনপ্রিয় হয়ে উঠেছেন ‘সিনেমাওয়ালা বাবু’ নামে।
তার এই উদ্যোগ ইতিমধ্যেই ভাইরাল নেট দুনিয়ায়। এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে সিনেমাওয়ালা বাবু জানান , “আমি মনে করি পাঠদান একটি শিল্প। লেখাপড়া যাতে বাচ্চাদের ভীতির কারণ না হয়ে ওঠে, শিশুদের লেখাপড়ার প্রতি আকৃষ্ট করতেই এই উদ্যোগ।” একই সঙ্গে শিক্ষার্থীরাও এই অভিনব শিক্ষা পদ্ধতিতে বেজায় খুশি। তারা জানিয়েছে মহল্লা ক্লাসে পড়াশোনার পাশাপাশি তাদের কার্টুনও দেখতে দেওয়া হয়। এই উদ্যোগে স্থানীয় প্রশাসন এবং তার স্কুলেরও যথাযথ সাহায্য পেয়েছেন বলেই জানিয়েছেন, অশোক লোধি ওরফে সিনেমাওয়ালা বাবু।
চিত্র ঋণ – ANI
Discussion about this post